ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ইরানকে আর ছাড় নয়, আগস্টেই ফিরছে জাতিসংঘের নিষেধাজ্ঞা!

প্রকাশিত: ০১:৫১, ১৭ জুলাই ২০২৫

ইরানকে আর ছাড় নয়, আগস্টেই ফিরছে জাতিসংঘের নিষেধাজ্ঞা!

সংগৃহীত

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে দীর্ঘদিনের টানাপড়েন অব্যাহত থাকলেও এবার বড় ধরনের সিদ্ধান্তের মুখে দাঁড়িয়েছে ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি (EU-3) আগামী আগস্টেই ইরানের বিরুদ্ধে জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তুতি নিচ্ছে, যদি তেহরান নতুন কোনো সমঝোতায় না আসে।

এক যুগ আগে ইরানের সঙ্গে করা পরমাণু সমঝোতা (JCPOA) বাস্তবায়নে ইউরোপীয় দেশগুলোর সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু গত কয়েক বছরে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং আণবিক পর্যবেক্ষণ থেকে দূরে সরে যাওয়া আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে।

এ অবস্থায় ফ্রান্স, যুক্তরাজ্য ও জার্মানি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে “অগ্রগতি না হলে আগস্টের শেষ নাগাদ জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে।”

 কী নিয়ে অভিযোগ?

  • ইরান উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে—যা পরমাণু অস্ত্র তৈরির উপযোগী।
  • IAEA (আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা) এ পর্যবেক্ষণে সহযোগিতা করছে না।
  • নতুন কোনো পরমাণু চুক্তিতে সম্মত না হয়ে বরং আক্রমণাত্মক মনোভাব নিচ্ছে।
  •  Snapback মেকানিজম ক ২০১৫ সালের চুক্তিতে একটি “Snapback” প্রক্রিয়া অন্তর্ভুক্ত ছিল যা অনুযায়ী যদি ইরান চুক্তিভঙ্গ করে, তাহলে পূর্বের সব জাতিসংঘ নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনঃপ্রতিষ্ঠা হবে।

অর্থাৎ, নতুন কোনো ভোট ছাড়াই শুধু একটি অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে।

ইরান এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দাবি করেছেন, তারা এখনও আলোচনার জন্য প্রস্তুত, তবে “শর্তহীন নয়”

আগস্ট মাসেই যদি ইরান ইউরোপের সঙ্গে আলোচনায় অগ্রগতি না করে, তাহলে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসতে পারে—যা তেল রপ্তানি থেকে শুরু করে আর্থিক লেনদেন পর্যন্ত সবকিছুতেই বড় প্রভাব ফেলবে।

বিশ্লেষকরা বলছেন, এতে করে ইরানের অর্থনীতি আরও চাপে পড়বে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ার ঝুঁকি রয়েছে।

হ্যাপী

×