ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

ঘরেই লুকিয়ে আছে বিপজ্জনক তেলাপোকা! জেনে নিন কী করবেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ১৭ জুলাই ২০২৫

ঘরেই লুকিয়ে আছে বিপজ্জনক তেলাপোকা! জেনে নিন কী করবেন

ছবি: সংগৃহীত

তেলাপোকার উপদ্রব শুধু বিরক্তিকরই নয়, বরং এটি বাসার সদস্যদের স্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। উষ্ণ ও আর্দ্র পরিবেশে এরা বেশ ভালোমতো বংশ বিস্তার করে, যার ফলে আমাদের রান্নাঘর ও বাথরুম এদের প্রধান আস্তানা হয়ে ওঠে। দ্রুত নিয়ন্ত্রণ না নিলে এরা সহজেই বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রোগ ছড়াতে পারে। তাই এই সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

তেলাপোকা দ্বারা কী ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে?
চাই না চাই, ঘরে তেলাপোকার উপদ্রব মানেই জীবাণু সংক্রমণের আশঙ্কা। এরা ময়লা ও নোংরা পরিবেশে হেঁটে বেড়িয়ে খাবারের পাত্র ও বাসনে জীবাণু ছড়িয়ে দেয়। এর ফলে সালমোনেলা ও ডিসেন্ট্রি-র মতো রোগ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, কলেরা ও টাইফয়েড-এর জন্যও তেলাপোকা দায়ী হতে পারে। এদের মল ও লালা থেকেও ই. কোলাই সংক্রমণের আশঙ্কা থাকে।

তেলাপোকারা কোথায় লুকিয়ে থাকে?
তেলাপোকা একটি রাত্রিকালীন পোকা, যারা অন্ধকারে বসবাস করতে পছন্দ করে। তাই দিনের বেলায় তেলাপোকা দেখা মানেই বাসায় বড় ধরনের উপদ্রবের ইঙ্গিত। এরা শরীর চ্যাপটা করে পাতলা ফাঁকফোকর বা ফাটলে লুকিয়ে থাকে—যেমন, রাবার ম্যাটের নিচে, খাটের পেছনে, এমনকি দেয়ালের চিড়ে।

১. বেকিং সোডা ও চিনি ফাঁদ: তেলাপোকা মিষ্টি ও স্টার্চ জাতীয় খাবারে আকৃষ্ট হয়। তাই সমপরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে ঘরের কোণে ছড়িয়ে দিন। চিনি তেলাপোকাকে আকৃষ্ট করবে, আর বেকিং সোডা তাদের মৃত্যুর কারণ হবে।

২. রসুন, পেঁয়াজ ও মরিচের স্প্রে: রসুন ও পেঁয়াজে থাকা সালফার যৌগ এবং তীব্র গন্ধ তেলাপোকারা সহ্য করতে পারে না। মরিচে থাকা ক্যাপসাইসিন তেলাপোকাদের তাড়াতে সাহায্য করে। এই উপাদানগুলো একত্র করে স্প্রে তৈরি করুন এবং তেলাপোকা আছে এমন জায়গায় ছিটিয়ে দিন।

৩. বোরিক অ্যাসিড: বোরিক অ্যাসিড গুঁড়ো বা জেল আকারে ব্যবহৃত হয়। এটি তেলাপোকার শরীরে লেগে গিয়ে তাদের শরীরের মাধ্যমে ভেতরে প্রবেশ করে। একবার গ্রহণ করলে এটি তাদের স্নায়ুতন্ত্র আক্রমণ করে এবং হজম প্রক্রিয়া নষ্ট করে, যার ফলে তারা মারা যায়।

৪. তেজপাতা: তেজপাতার গন্ধ তেলাপোকারা সহ্য করতে পারে না। পাতাগুলো গুঁড়ো করে ঘরের কোণে বা রান্নাঘরের ড্রয়ারে ছড়িয়ে দিন। পুরো তেজপাতাও ব্যবহার করা যেতে পারে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষার জন্য।

৫. নিম তেল: নিম তেলে থাকা আজাদির‍্যাচটিন নামক যৌগ তেলাপোকার জীবনচক্র ব্যাহত করে। এটি তাদের ডিম পাড়ার ক্ষমতা কমিয়ে দেয়। একে পানি দিয়ে মিশিয়ে স্প্রে বোতলে ভরে বেসিনের নিচে, ফ্রিজ বা চুলার পেছনে এবং ফাটলে ছিটিয়ে দিন।

শহীদ

×