ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কলা খাওয়ার পর পানি খেলেই হতে পারে মারাত্মক বিপদ!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৬ জুলাই ২০২৫; আপডেট: ২১:৩৮, ১৬ জুলাই ২০২৫

কলা খাওয়ার পর পানি খেলেই হতে পারে মারাত্মক বিপদ!

ছবি: সংগৃহীত

আয়ুর্বেদের মতে কলা খাওয়ার পর ঠান্ডা পানি খেলে হজমে সমস্যা হতে পারে। এতে গ্যাস, অজীর্ণতা ও পেট ফোলার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞরা বলেন কলা খাওয়ার অন্তত ২০-৩০ মিনিট পর পানি পান করাই সঠিক।
 
কলা খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি পান করা আয়ুর্বেদের মতে হজমের পক্ষে ক্ষতিকর। এমন করলে গ্যাস, পেট ফোলা বা অজীর্ণতার মতো সমস্যা হতে পারে। কলা খাওয়ার পর ঠান্ডা পানি একেবারেই খাওয়া উচিত নয়।

কলা একটি সুস্বাদু ফল, যা ছোট-বড় সবাই খুব পছন্দ করে। শিশুরাও এটি বেশ আনন্দের সঙ্গে খায়। কলা নরম, মিষ্টি ও শক্তিতে ভরপুর একটি ফল, এবং এটি হজম করাও সহজ। বছরের সব ঋতুতেই কলা পাওয়া যায়। 

অনেকেই সকালের খাবারে কলা খেতে পছন্দ করেন এবং কেউ কেউ এটি দুধের সঙ্গে খেয়ে থাকেন। ধারণা করা হয়, কলা খাওয়ার পর সঙ্গে সঙ্গে পানি খেলে শরীরের ক্ষতি হতে পারে। কিন্তু সত্যিই কি তাই? চলুন, এই বিষয়ে আসল তথ্য জেনে নিই।

আয়ুর্বেদের মতে, কলা একটি ঠান্ডা প্রকৃতির ফল এবং এটি খেলে শরীরে শীতলতা আসে। এতে পটাশিয়াম, ফাইবার, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি-র মতো পুষ্টিগুণ থাকে। তবে এর ঠান্ডা স্বভাব হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে। বিশেষ করে, কলা খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি খাওয়া হলে হজমে সমস্যা দেখা দিতে পারে। কলায় প্রাকৃতিক চিনি এবং ফাইবার থাকে, যা হজম করতে শরীরের সময় লাগে। আর কলার পর পানি খাওয়া হলে গ্যাস, পেট ফোলা, অজীর্ণতা বা গলার সমস্যা হতে পারে। আয়ুর্বেদের মতে, এই কম্বিনেশন স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ।

আধুনিক বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায়, কলা খাওয়ার পর পানি খাওয়ায় কোনো বড় বিপদের আশঙ্কা নেই। তবে যাদের হজমতন্ত্র দুর্বল বা স্পর্শকাতর, তাদের ক্ষেত্রে এটি গ্যাস্ট্রিক সমস্যা বাড়াতে পারে। তাই চিকিৎসকেরা পরামর্শ দেন, কলা খাওয়ার অন্তত ২০-৩০ মিনিট পর পানি পান করা উচিত, যাতে হজম ভালোভাবে হতে পারে। যাঁদের ঠান্ডা-কাশির সমস্যা রয়েছে, তাঁদের তো একেবারেই এই কম্বিনেশন এড়ানো উচিত। আর যদি খুব তৃষ্ণা পায় এবং পানি খেতেই হয়, তাহলে গরম পানি খাওয়াই ভালো। এতে হজমতন্ত্রে চাপ পড়ে না এবং গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হয় না।

শহীদ

×