
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা এবং এক নেতার হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিস্ক্রিয়তাকে দায়ী করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম), এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ববি হাজ্জাজ বলেন, “গোপালগঞ্জে শুরু থেকেই পতিত এবং পরাজিত আওয়ামী সন্ত্রাসীরা সক্রিয় ছিল। তারা স্বেচ্ছাসেবক দলের গাড়িবহরে হামলা চালিয়ে এক নেতাকে হত্যা করেছে। অথচ এখনও পর্যন্ত আমরা কোনও ধরনের ‘ক্র্যাকডাউন’ দেখতে পাইনি।” তিনি আরও বলেন, “পরাজিত আওয়ামী শক্তির এই আশফালন স্পষ্ট করে যে তারা দেশকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়। তারা আসলে ফ্যাসিস্ট পন্থায় আবারও ক্ষমতায় ফিরতে চায়।”
এসময় এনজিএম চেয়ারম্যান , গোপালগঞ্জের ঘটনার জন্য এনসিপির ‘অপরিপক্কতা’র কথাও তুলে ধরেন, তবে মূল দায় সরকারের ওপরেই চাপিয়ে দেন। তার মতে, সরকারের দুর্বলতা এবং ব্যর্থতা এই পরিস্থিতি তৈরি করেছে।
ববি হাজ্জাজ বলেন, “সরষের মধ্যে ভূত রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান চালানো না হলে পরিস্থিতি আরও অবনতি ঘটবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিরুনি অভিযান চালানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তিনি আগামী রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণার দাবি জানান। তার মতে, দেশের স্থিতিশীলতা ও জনগণের আস্থা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত অত্যন্ত জরুরি।
এসময় তিনি সতর্ক করে বলেন, “গোপালগঞ্জের ঘটনার অনুপ্রেরণায় যদি দেশের অন্য জেলাগুলোতেও পরাজিত আওয়ামী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে তার দায়ভার কে নেবে?”
ববি হাজ্জাজের বক্তব্যে স্পষ্ট, তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক হামলাকে সরকারের ব্যর্থতা ও পুরনো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। তার আহ্বান, শুদ্ধি অভিযান, স্থায়ী সমাধান এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দিন ঘোষণা।
ছামিয়া