
ছবি: জনকণ্ঠ
সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি এবং সরকারের নির্লিপ্ততার প্রতিবাদে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫ টায় রংপুর জেলা যুবদলের উদ্যোগে রংপুরের ৮ উপজেলা ও তিনটি পৌরসভা থেকে যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় অফিস কার্যালয় উপস্থিত হতে থাকে। নগরীর গ্র্যান্ড হোটেলের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি টাউন হল চত্বর পর্যন্ত ঘুরে পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সভাপতি ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রানা সহ আরো অন্যান্য নেতৃবৃন্দরা।
এ সময় যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলার নিয়ে মানুষ উদ্দিগ্ন। যেভাবে দেশে ছিনতাই, খুন রাহাজানি বেড়েছে তা সাধারণ মানুষের জনজীবন বিপন্ন হচ্ছে।
জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় যুবদল রাজপথে ছিল, আছে এবং থাকবে। সরকারের এই নিস্ক্রিয়তা এবং আইনশৃঙ্খলার চরম অবনতি আমরা বরদাস্ত করব না। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শহীদ