
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চায় এমন হাজারো বাংলাদেশি শিক্ষার্থীর গন্তব্য এখন অস্ট্রেলিয়া। উচ্চমানের শিক্ষা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, এবং পড়াশোনার পর বৈধভাবে কাজ করার সুযোগ— এই সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়া হয়ে উঠেছে অনেকের প্রথম পছন্দ। আর এই গন্তব্যে পৌঁছাতে শিক্ষার্থীদের পাশে আছেন এমএমএস গ্লোবাল সার্ভিসেস (MMS Global Services)।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় পড়াশোনার জন্য আবেদন প্রক্রিয়া, কোর্স নির্বাচন, ভিসা প্রসেসিং, স্কলারশিপ গাইডলাইন এবং প্রি-ডিপারচার সাপোর্ট দিয়ে আসছে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী সফলভাবে অস্ট্রেলিয়ায় গমন করেছে এমএমএস গ্লোবালের সহায়তায়।
ভিসা প্রক্রিয়ায় দক্ষ সাপোর্ট
স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সঠিক ডকুমেন্টেশন ও ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতি। এমএমএস গ্লোবালের অভিজ্ঞ কনসালট্যান্টরা শিক্ষার্থীদের জন্য ভিসা ফাইল তৈরি, SOP লেখা, ফিন্যান্সিয়াল গাইডলাইন এবং ইন্টারভিউ প্রস্তুতির জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করে থাকেন।
এমএমএস গ্লোবাল সার্ভিসেস -এর সহপ্রতিষ্ঠাতা রাজিয়া হক কনক বলেন, "আমরা শুধু ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিচ্ছি না, বরং শিক্ষার্থীদের পুরো পথটাই সঠিকভাবে গাইড করছি যাতে তারা ভিসা পায়, স্কলারশিপ পায় এবং নতুন দেশে সহজে মানিয়ে নিতে পারে।"
এমএমএস গ্লোবাল সার্ভিসেস -এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাহমুদ মুসা জানান “ইতিমধ্যেই ২০২৬ ইনটেক এর জন্য এপ্লিকেশন নিচ্ছে এমএমএস গ্লোবাল”।
সারা দেশে সেবা বিস্তৃত
এমএমএস গ্লোবালের প্রধান অফিস ঢাকায় হলেও অনলাইন কনসালটেশনের মাধ্যমে তারা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সহায়তা দিয়ে থাকে। এমনকি https://mmsglobal.io ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা প্রোফাইল সাবমিট করে ফ্রি অ্যাসেসমেন্ট গ্রহণ করতে পারছেন।
স্কলারশিপ ও কোর্স বাছাই
MMS Global Services প্রতিটি শিক্ষার্থীর একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আইইএলটিএস স্কোর এবং ক্যারিয়ার ইন্টারেস্ট বুঝে সবচেয়ে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করে দেয়। অনেক শিক্ষার্থী এরই মধ্যে ২৫%-৫০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে।
সফল শিক্ষার্থীদের অভিজ্ঞতা
শিক্ষার্থী সায়েম হক বলেন, "আমি ভিসা প্রক্রিয়া নিয়ে খুব চিন্তিত ছিলাম। কিন্তু এমএমএস গ্লোবালের সহযোগিতায় খুব দ্রুতই সবকিছু সম্পন্ন হয়ে যায়। আজ আমি মেলবোর্নে ফেডারেশন ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি।"
এম.কে.