ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

পর্চা জালিয়াতি: দুই দলিল লেখকের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ জুলাই ২০২৫

পর্চা জালিয়াতি: দুই দলিল লেখকের কারাদণ্ড

ছবিঃ সংগৃহীত

পর্চা জালিয়াতির অভিযোগে বরিশালের গৌরনদীতে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচশ’ টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন—গৌরনদী সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চাটি ভুয়া প্রমাণিত হওয়ায় ইউপি সদস্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি ভুয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

সাবেক ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। ওই পর্চা দিয়েই রেকর্ড সংশোধনের আবেদন করা হয়। তবে তারা যে ভুয়া পর্চা বানিয়ে দিয়েছে, তা আমার জানা ছিল না।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়।

এ সময় তারা সাব-রেজিস্ট্রার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভুয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয়কে জেল ও জরিমানা করা হয়েছে।

গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত দুই দলিল লেখককে ওইদিন বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

ইমরান

×