
ছবি: জনকণ্ঠ
ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকার শিকারীকান্দা থেকে ৩০২ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পায়, ঢাকা-ময়মনসিংহ রোডে গোপনে মাদক পাঁচার হচ্ছে। এরপরেই কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্পটে চেকপোস্ট জোরদার করে। পরে দূতগতিতে একটি সাদা প্রাইভেটকার চেকপোস্ট ক্রস করলে গাড়িটির পিছু নেয় পুলিশ।
শিকারিকান্দা এলাকায় প্রাইভেটকাটি পৌছানোর পর গাড়ি থামিয়ে চালকসহ দ্রুত পালিয়ে যায় অপরাধীরা। এরপর সেখান থেকে মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার ১২ টায় কোতোয়ালি মডেল থানায় জব্দকৃত মাদকের বিষয়ে এসব তথ্য জানায় থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। জব্দকৃত গাড়িতে একটি সরকারি অফিসের চালকের আইডি কার্ড ও মোবাইল পাওয়া যায়।
এই মাদক চোরাকারবারির সাথে কারা কারা জড়িত তাদের ধরতে অনুসন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছেন। অসমর্থিত একটি সুত্রে জানা গেছে, প্রাইভেটকারটি একটি সরকারি প্রতিষ্ঠানের। সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার করার খবরে ময়মনসিংহে নানা আলোচনা চলছে।
শহীদ