ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ১৯:৪৯, ১৭ জুলাই ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিদেশী অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের মাটিলা বিওপি এলাকা থেকে বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলর দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা বিওপি এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।


মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ অধিনায়ক আবু হানিফ মো. সিহানুক জানান, সীমান্তের মাটিলা বিওপি'র সুবেদার শরীফ মনিরুজ্জামানের নেতৃত্বে সীমান্ত পিলার-৫১/৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানকালে জুলুলী গ্রামে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। সেসময় মোটরসাইকেল চালক লিটন মিয়া (পিচ্চি লিটন) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও গুলি উদ্ধার করে বিজিবি। পলাতক লিটন মিয়া মহেশপুর উপজেলার জীবননগর পাড়ার ওলিয়ার রহমানের ছেলে। আটককৃত অস্ত্র, গুলি ও মোটরসাইকেল মহেশপুর থানায় জমা দেওয়া হয়েছে।

আঁখি

×