ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

বাগেরহাটে শিশু ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট

প্রকাশিত: ১৯:৪৩, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৯:৪৪, ১৭ জুলাই ২০২৫

বাগেরহাটে শিশু ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের প্রতিবাদে ও যৌন নির্যাতনকারীর শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা আসলাম সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি স্থানীয় লোকজন এই মানবন্ধনে অংশগ্রহন করেন।

 
শিশুটির পরিবার ও শিক্ষকরা জানান, গত ১৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিশু শিক্ষার্থীকে বাগেরহাট সদর কাড়াখালী নিজ বসত ঘরে মো: ফয়সাল (৪২) নামে এক ব্যক্তি ধর্ষণ করে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ব্যাপারে বুধবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়সাল পলাতক রয়েছে।

আঁখি

×