
বাংলাদেশী প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
বাংলাদেশী প্রবাসীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। এদিকে মালয়েশিয়া সরকারের বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর খবর প্রকাশ্যে আসতেই এর সুবিধা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে এই ভিসা ব্যবস্থা চালু হওয়ায় উপকৃত হবেন বাংলাদেশী প্রবাসীরা।
মঙ্গলবার (১৫ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান এ তথ্য।
এর আগে গত মে মাসে মালয়েশিয়া সফরকালে ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তখন বৈঠকে বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনার পর গত ১০ জুলাই এ বষিয়ে পরিপত্র জারি করে মালয়েশিয়া সরকার।
মাল্টিপল এন্ট্রি ভিসা কী, এর সুবিধা কেমন:
মাল্টিপল এন্ট্রি ভিসা:
মাল্টিপল এন্ট্রি ভিসা হচ্ছে, এই ভিসায় একজন যাত্রী নির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি দেশে একাধিকবার যাওয়া-আসার অনুমতি পেয়ে থাকেন। ভিসার মেয়াদ যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই যাতায়াতের সুবিধা পাবেন।
সুবিধা:
বারবার যাতায়াত করা: ভিসার মেয়াদ থাকা পর্যন্ত বারবার দেশে প্রবেশ ও প্রস্থানের সুবিধা থাকে মাল্টিপল এন্ট্রি ভিসায়। যেমন- ব্যবসায়ী, চিকিৎসা, শিক্ষার্থী ও প্রবাসীদের পরিবার দেখতে যাওয়ার সুবিধা পাবেন।
সময় ও অর্থ সাশ্রয়ী: প্রতিবার নতুন ভিসার জন্য আবেদনের প্রয়োজন হয় না। এতে সময় ও অর্থ উভয়ই বাঁচে।
ব্যবসা ও অফিশিয়াল কাজে উপযোগী: কিছু ব্যবসা রয়েছে এবং অফিশিয়াল কাজ রয়েছে, যেখানে মাঝে মধ্যেই ভ্রমণের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসা অনেক সহায়ক। বারবার ভিসা আবেদনের প্রয়োজন হয় না।
পর্যটনের জন্যও সেরা: মাল্টিপল এন্ট্রি ভিসা থাকলে কেউ চাইলে একাধিকবার ভ্রমণে গিয়ে দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়।
নিরাপদ ও নির্ভরযোগ্য যাত্রী হিসেবে মূল্যায়ন: মাল্টিপল এন্ট্রি ভিসাধারী ব্যক্তিকে ভিসা প্রদানকারী দেশ বিশ্বাসযোগ্য মনে করে। এতে তার যাত্রা ও ভ্রমণ অনেক সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য হয়।
তাসমিম