ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

মহাকাশ থেকে ফিরেই স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন তিনি

প্রকাশিত: ১৫:০২, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:০৫, ১৭ জুলাই ২০২৫

মহাকাশ থেকে ফিরেই স্ত্রী-পুত্রকে জড়িয়ে ধরলেন তিনি

স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরছেন নভোচারী শুভাংশু শুক্লা

ভারতীয় মহাকাশচারীর নাম শুভাংশু শুক্লা। ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার পর পৃথিবীতে ফিরে এসেছেন।

 মঙ্গলবার মহাকাশ থেকে ফেরার পরদিনই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।  জড়িয়ে ধরেন স্ত্রী ও পুত্রকে।  পরিবারের সদস্যদের সঙ্গে আবেগঘন সেই পুনর্মিলনের ছবি প্রকাশ্যে এসেছে।  

মহাকাশে পাড়ি দেওয়ার আগে প্রায় দু’মাস পরিবারের সদস্যদের থেকে দূরে ছিলেন শুভাংশু। পরিবারের সদস্যদের সঙ্গে আবার দেখা হওয়ার মুহূর্তের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন শুক্লা নিজেই। তাতেই দেখা গিয়েছে, স্ত্রী এবং পুত্রর সঙ্গে দেখার হওয়ার পরেই তাদের জড়িয়ে ধরেছেন তিনি। 

স্ত্রী কামনাকে জড়িয়ে ধরা সময়ে তার চোখে আনন্দে অশ্রু চলে আসে।  আরেকটি ছবিতে দেখা গিয়েছে, শুভাংশুর কোলে তার সন্তান। তাকে শক্ত করে জড়িয়ে ধরেছেন তিনি।

ছবিগুলোর সঙ্গে পোস্টে নিজের অনুভূতির কথাও লিখেছেন শুভাংশু।  তিনি লেখেন, ‘মহাকাশ ভ্রমণ অসাধারণ। কিন্তু অনেকদিন পর প্রিয়জনদের সঙ্গে দেখাও সমানভাবে অসাধারণ। আমি কোয়ারেন্টাইনে প্রবেশ করেছি দু’মাস হয়ে গিয়েছে। কোয়ারেন্টাইনের সময়, পরিবারের সঙ্গে দেখা করার জন্য আমাদের ৮ মিটার দূরে থাকতে হয়েছিল। আমার ছোট্ট সন্তানকে বলতে হয়েছিল যে তার হাতে জীবাণু রয়েছে এবং সেই কারণেই সে তার বাবাকে স্পর্শ করতে পারেনি।’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীতে ফিরে এসে আমার পরিবারকে জড়িয়ে ধরে আমার নিজের বাড়ির মতো অনুভূতি হয়েছিল।’

খবর এনডিটিভির। 

তাসমিম

আরো পড়ুন  

×