ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

৮০০ মিলিয়ন ডলারের খাবার আগুনে কেন পুড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২, ১৭ জুলাই ২০২৫

৮০০ মিলিয়ন ডলারের খাবার আগুনে কেন পুড়িয়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন?

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের এক সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে। প্রশাসন ৫০০ মেট্রিক টন জরুরি খাদ্য পুড়িয়ে ফেলার পরিকল্পনা নিয়েছে, যা প্রায় ১.৫ মিলিয়ন অনাহারী শিশুর জন্য এক সপ্তাহের খাবার হতে পারতো। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (USAID)-এর এই খাদ্য মজুদ প্রায় ৮০০ মিলিয়ন ডলার মূল্যের, এবং এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দুস্থ শিশুদের মধ্যে বিতরণের জন্য সংরক্ষিত ছিল। কিন্তু সংস্থাটি বন্ধ হয়ে যাওয়ায় এই খাদ্য এখন পচে যাওয়ার পথে, এবং তা ধ্বংস করতে অতিরিক্ত ১.৩ লক্ষ ডলার খরচ হবে বলে জানা গেছে।

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথ একে 'সরকারি অপচয় ও নির্লজ্জতা' হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, “এই খাদ্য ধ্বংসের জন্য শুধু ১.৩ লক্ষ ডলার খরচই নয়, বরং আমরা ৮০০ মিলিয়ন ডলার করদাতার টাকা নষ্ট করছি।” তিনি আরও বলেন, “এই খাবারগুলো আগামী সপ্তাহে আগুনে পোড়ানো হবে, যা ১৫ লাখ শিশুকে খাওয়াতে পারতো।”

ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে অনলাইনে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। একজন লিখেছেন, “এই খাবারগুলো ফেব্রুয়ারিতেই বিতরণ করা উচিত ছিল, কিন্তু নিষ্ঠুরতাই এই হোয়াইট হাউসের একমাত্র উদ্দেশ্য।” আরও একজন মন্তব্য করেন, “একটা খ্রিস্টান দেশ হয়ে কিভাবে এইভাবে শিশুদের অভুক্ত রেখে খাবার পুড়িয়ে ফেলা যায়?”

সূত্র অনুযায়ী, এই উচ্চ-শক্তি সম্পন্ন বিস্কুটগুলি প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ দিকে কেনা হয়েছিল এবং যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার অপুষ্ট শিশুদের জন্য বরাদ্দ ছিল। USAID কর্মকর্তারা বহু আগেই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছিলেন যাতে খাবারগুলো নষ্ট হওয়ার আগেই বিতরণ করা হয়, এমনকি মার্কো রুবিওর মতো কর্মকর্তা বিতরণের আশ্বাসও দিয়েছিলেন।

মুমু ২

আরো পড়ুন  

×