ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এই এক ভুলেই বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকের ইনকাম!

প্রকাশিত: ১৮:২৫, ১৭ জুলাই ২০২৫

এই এক ভুলেই বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকের ইনকাম!

ছবি: সংগৃহীত

ফেসবুকে কনটেন্ট চুরি করে নিজেদের নামে নিয়মিত পোস্ট করা ব্যবহারকারীদের জন্য আসছে কঠিন শাস্তি। মূল নির্মাতাদের স্বত্ব সংরক্ষণ ও প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নতুন এই পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা বারবার অন্যের তৈরি ভিডিও, ছবি কিংবা লেখা হুবহু কপি করে নিজের নামে পোস্ট করে, তাদের ফেসবুকের অর্থ উপার্জনের সুযোগ অর্থাৎ মনিটাইজেশন প্রোগ্রাম থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি এসব অ্যাকাউন্টের কনটেন্টের রিচ বা দর্শক নাগালও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে।

 

 

মেটা জানায়, প্রায়ই দেখা যায় একই মিম, ভিডিও বা লেখা অনেক ব্যবহারকারী অনুমতি ছাড়াই বিভিন্ন পেজ বা প্রোফাইলে পোস্ট করছেন। এতে প্ল্যাটফর্মে একঘেয়েমি তৈরি হচ্ছে, যার ফলে নতুন ও সৃজনশীল নির্মাতারা সামনে আসার সুযোগ হারাচ্ছেন।

ফেসবুকের অ্যালগরিদম এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। কোনো কনটেন্ট যদি অন্য উৎস থেকে হুবহু কপি করা হয়, তাহলে সেটির রিচ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। এভাবে মূল নির্মাতাদের কনটেন্টকে বেশি গুরুত্ব দিয়ে ফেসবুক চাইছে তাদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে।

মূল নির্মাতাদের সুরক্ষা দিতে মেটা বেশ কিছু *পরীক্ষামূলক ফিচার* চালু করেছে। এখন থেকে কেউ কোনো ভিডিও নকল করলে, সেই কনটেন্টের সঙ্গে *মূল ভিডিওর লিংক* যুক্ত থাকবে। ফলে দর্শকরা চাইলে সহজেই আসল নির্মাতার কাজ দেখতে পারবেন।

 

যেসব ব্যবহারকারী অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ব্যাখ্যা, বিশ্লেষণ, ভয়েসওভার বা উপস্থাপনা যুক্ত করেন, তাদের জন্য এই কঠোর নীতিমালা প্রযোজ্য হবে না। বরং মেটা সবাইকে অর্থবহ সম্পাদনা করে কনটেন্ট প্রকাশের পরামর্শ দিয়েছে।

মোট কথা, ফেসবুক চাচ্ছে প্ল্যাটফর্মটিতে যেন সৃজনশীলতা ও মৌলিকত্বের মূল্যায়ন হয়। চুরি করা কনটেন্ট দিয়ে দর্শক টানার দিন শেষ—এখন সময় মৌলিক ও গঠনমূলক কনটেন্ট তৈরির।

ছামিয়া

×