
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের মাটিতে পা রাখেন তিনি।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে আসার ব্যাপারে আশিক ইসলাম বলেন, ‘স্বৈরাচারমুক্ত দেশে ফিরতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত।’ দৈনিক দিনকালের সাবেক সিনিয়র রিপোর্টার, সাংবাদিকবান্ধব আশিক ইসলাম আরও বলেন, ‘তিনি পুনরায় তার পুরনো পেশায় ফিরে যেতে আগ্রহী।’
বিনামবন্দরে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগর, এনটিভির বিশেষ প্রতিনিধি আহসান জনি, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক তারিক আল বান্না, সিনিয়র সাংবাদিক আলমগীর মোহাম্মদ রনজু, বিডিনিউজ ২৪.লাইভের সিনিয়র রিপোর্টার মুখলেস খান প্রমুখ।
উল্লেখ্য, আশিক ইসলাম দেশের ইতিহাসের সর্বপ্রথম সাইবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় উপদেষ্টা।
ফারুক