ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

শেরপুরে এনসিপি নেতা লিখন

প্রশাসনের নির্বিকার ভূমিকা তাদের জন্যও হুমকি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত: ২৩:২১, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ২৩:২৩, ১৭ জুলাই ২০২৫

প্রশাসনের নির্বিকার ভূমিকা তাদের জন্যও হুমকি

গোপালগঞ্জে এনসিপির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া বলেছেন, "প্রশাসনের নির্বিকার ভূমিকা কেবল আমাদের নয়, তাদের জন্যও হুমকি হবে। এই বাংলাদেশ আপনাদের জন্যও হুমকি হবে।"

তিনি গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে শেরপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রশাসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "আমরা জুলাই যোদ্ধারা এখনো মরে যাইনি। আমরা গণঅভ্যুত্থানে বন্দুকের নলের মুখ থেকে বেঁচে আসা সংগ্রামী। আমাদের কেউ দমাতে পারবেন না। যদি দমাতে আসেন তাহলে আপনারা ধ্বংস হবেন। "

প্রশাসনের উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার লিখন বলেন, "আমাদের ভাই ও বোনেরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার জন্য জীবন দিয়েছে। যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি। আর আপনারা সেই সন্ত্রাসী ছানু-রুমান ও তাদের প্রেতাত্মারা এখনো শাস্তির আওতায় না আসা আমাদের জন্য লজ্জার। আর সন্ত্রাসীরা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, শেরপুরে যেন আওয়ামী সন্ত্রাসীরা যেন জায়গা না পায় সেদিকে সচেতন থাকুন।"

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী লুৎফর রহমান লাজু, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাহানুর রহমান সায়েম প্রমুখ।

সমাবেশের আগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে জড়ো হয় মিছিলকারীরা। ওইসময় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ফিরোজ আহমেদ, তান্না ইসলাম, সদস্য আরিফ সাফ্ফারি, রাশেদুল হাসান, নূর ইসলাম, আব্দুল মান্নান মাস্টার, হুমায়ূন কবির আকাশ, সুজন মিয়া, মমিনুল ইসলাম আরব, কাকন আহমেদ, উম্মে হাবিবা, মোবারক হোসেন, আশরাফুল ইসলাম মোহন সরকার, মনোয়ার হোসেন, সাব্বির হাসান জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Mily

×