ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

জাপানের ইউটিউবার জোনোউচি: কিভাবে নিজের অস্বাভাবিক চিবুককে বানালেন ব্র্যান্ড? জানুন তার গল্প

প্রকাশিত: ২৩:৪৯, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৫০, ১৭ জুলাই ২০২৫

জাপানের ইউটিউবার জোনোউচি: কিভাবে নিজের অস্বাভাবিক চিবুককে বানালেন ব্র্যান্ড? জানুন তার গল্প

শরীরের অস্বাভাবিক গঠন একসময় ছিল উপহাস আর অবহেলার কারণ, কিন্তু আজ তা দিয়েই নিজের শক্তিশালী ব্র্যান্ড তৈরি করেছেন জাপানের ইউটিউবার জোনোউচি। তার দীর্ঘ চিবুকটি, যা এক সময় তাকে সবার হাস্যকর দৃষ্টির সম্মুখীন করেছিল, এখন তাকে এনে দিয়েছে বিশাল জনপ্রিয়তা।

‘জোনোউচি’ নামে পরিচিত এই যুবক তার অস্বাভাবিক লম্বা চিবুক নিয়েই জয় করেছেন লক্ষ লক্ষ মানুষের মন। বর্তমানে তিনি আত্ম-ভালোবাসার (self-love) বার্তা প্রচার করছেন, যা তার অনুসারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইউটিউবে তার অনুসারী সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ এবং অন্যান্য সামাজিক মাধ্যম মিলিয়ে তার মোট অনুসারী সংখ্যা প্রায় সাড়ে সাত লাখ।

জোনোউচি জানিয়েছেন, মাত্র পাঁচ বছর বয়সে তার চিবুক অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করে, যা তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে কেউই ছিল না। তার ছোটবেলার ছবিগুলোর মধ্যে দেখা যায়, তিন বছর বয়সে তার চিবুক ছিল স্বাভাবিক, কিন্তু পাঁচ বছর বয়সে তা হয়ে ওঠে লক্ষণীয়ভাবে লম্বা।

তারই মতে, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক সহপাঠী প্রথম তাকে তার চিবুক নিয়ে মন্তব্য করেছিল, যা তাকে সচেতন করে তোলে। তবে তিনি মজা করে বলেন, "লম্বা হওয়ার আশায় প্রতিদিন দুধ খেয়েও, শুধু আমার চিবুকটাই লম্বা হয়েছে!"

শৈশবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের এই বৈশিষ্ট্যটিকেই নিজের শক্তি হিসেবে তুলে ধরেন। আজ তিনি গর্বের সঙ্গে নিজের চিবুক সবার সামনে দেখান এবং আশাবাদী যে, অন্যান্যরাও তাদের অস্বাভাবিকতা বা ভিন্নতা গ্রহণ করবেন।

এই ধরণের আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণার। জোনোউচি যেন আমাদের শেখাচ্ছেন, নিজেদের ভিন্নতা গ্রহণ করার মাধ্যমে আমরা শুধু নিজেদেরই নয়, সমাজকে বদলে দিতে পারি।

রাজু

×