ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এবার এই মুসলিম দেশটির পক্ষ নিয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা সৌদি আরবের!

প্রকাশিত: ১৫:৪২, ১৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:৪২, ১৭ জুলাই ২০২৫

এবার এই মুসলিম দেশটির পক্ষ নিয়ে ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা সৌদি আরবের!

ছবি: সংগৃহীত

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে।

সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চলমান ইসরায়েলি হামলা ও লঙ্ঘনের বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর দাবি জানিয়েছে।

বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সিরিয়ার ওপর ইসরায়েলি হামলা নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনালাপে কথা বলেন।

এই ফোনালাপের আগে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালায়। এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অংশ ধ্বংস হয়ে যায় এবং প্রেসিডেন্ট ভবনের পাশেও হামলা হয়।

এই হামলা প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকারের বিরুদ্ধে ইসরায়েলের বড় ধরনের এক সামরিক উত্তেজনার ইঙ্গিত দেয়। যদিও সাম্প্রতিক সময়ে শারার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করেছে এবং ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত যোগাযোগও বাড়িয়েছে।

এদিকে, চলতি সপ্তাহে দেশটির প্রধানত দ্রুজ অধ্যুষিত সোয়েইদা শহর ও তার আশপাশে সহিংসতায় বহু মানুষ নিহত হয়েছে। এই সহিংসতায় সরকারপন্থী নিরাপত্তা বাহিনী, দ্রুজ যোদ্ধা ও বেদুইন উপজাতিদের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে।

আবির

আরো পড়ুন  

×