ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

‘আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু’— নতুন গান নিয়ে এলেন সায়ান

প্রকাশিত: ১০:১৪, ১৭ জুলাই ২০২৫

‘আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু’— নতুন গান নিয়ে এলেন সায়ান

ছ‌বি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ‘আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গতকাল গানটি ইউটিউবে প্রকাশিত হয়।

জুলাইয়ের গণ-আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে লেখা ও সুর করা এই গানটিতে সায়ান তুলে ধরেছেন তার আবেগ, প্রতিজ্ঞা এবং প্রতিবাদ। তিনি বলেন, "একটা গানে খুব বেশি গল্প ধরে না, খুব বেশি ভালোবাসা বা সম্মানও ধরে না। তবু গানই আমার সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়—নিজের অনুভূতি, ভালোবাসা, রাগ, দুঃখ, প্রেম, অভিমান প্রকাশের মাধ্যম।"

গানটি সম্পর্কে ইউটিউবের মন্তব্য ঘরে সায়ান লেখেন, "আপনাদের সমর্থন সবসময়ই আমাকে শক্তি জোগায়। আবার অসমর্থন এবং বিভিন্ন মতামতও আমাকে ভাবতে শেখায় এবং আমার যাত্রাকে সমৃদ্ধ করে। আমার গান, কবিতা ও প্রতিবাদের যাত্রায় আপনাদের অংশগ্রহণই আমার চেষ্টা অর্থবহ করে তোলে। আমি কৃতজ্ঞ। আশা করি আগামীতেও আপনারা আমার সঙ্গে থাকবেন।"

গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সায়ান নিজেই। সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন এবং ভিডিও নির্মাণ করেছেন সুরঞ্জিত কুমার রক্ষিত।

গানটির প্রতিটি লাইনে উঠে এসেছে গণ-অভ্যুত্থান, আত্মত্যাগ, এবং দেশের প্রতি ভালোবাসা। গানটিতে বলা হয়েছে, “আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু, জুলাইকে কেউ পারবে না নিতে একা…”, “মাটির জন্যে লড়াই করেছে মানুষ, সবার সঙ্গে মিছিলে হয়েছে দেখা…”। গানের প্রতিটি শব্দে ঝরে পড়েছে প্রতিবাদের ভাষা ও শহীদদের প্রতি শ্রদ্ধা।

সায়ানের কণ্ঠে উচ্চারিত হয়েছে, “জুলাই ছিলে শামিল লক্ষ প্রাণ…”, “জুলাই মিছিলে লক্ষ লক্ষ মুখ…”, “জুলাই ভিজেছে আমার মেয়ের রক্তে…”, “আমরা জুলাই ভুলতে দেব না বন্ধু…”, এসব কথায় প্রকাশ পেয়েছে তার গভীর রাজনৈতিক চেতনা ও আবেগ।

এই গান শুধু একটি সঙ্গীত নয়, বরং এক রকম স্মারক যা এক ঐতিহাসিক ঘটনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়াস। এটি একটি প্রতিবাদের গান, একটি ভালোবাসার গান এবং একটি স্মরণীয় সময়ে ফিরে দেখার আন্তরিক প্রচেষ্টা।

‘আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু’ গানটির মাধ্যমে ফারজানা ওয়াহিদ সায়ান যেন বর্তমান প্রজন্মকে মনে করিয়ে দিচ্ছেন— জুলাই শুধু একটি মাস নয়, এটি বাংলাদেশের মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের এক জীবন্ত ইতিহাস।

ভিডিও দেখুন: https://youtu.be/zd92-fMji-s?si=0CK5MA1L2an3cFVF

এম.কে.

×