
বৃষ্টিভেজা এমন কর্দমাক্ত মাঠে সাফের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করায় সমালোচনার মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
অনূর্ধ্ব-২০ নারী সাফে বাংলাদেশ-ভুটান ম্যাচ নিয়ে যা হয়েছে সেটিকে তুঘলকি কা- বললেও সম্ভবত কম বলা হবে। মৌসুমি বৃষ্টিতে বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের যা অবস্থাÑ টুর্নামেন্টের শুরু থেকেই অসন্তোস ছিল খোদ বাংলাদেশ কোচ পিটার বাটলারেরও। মঙ্গলবার সেটি যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে। হাফ টাইমের পর মূল মাঠ থেকে খেলা সরে যায় অনুশীলন মাঠে (প্র্যাকটিস গ্রাউন্ড), দেড় ঘণ্টার খেলা শেষ হতে লাগে পাঁচ ঘণ্টা, আন্তর্জাতিক ফুটবলে এমন ঘটনা সত্যি বিরল।
তুমুল সেই আলোচনার রেশ না কাটতেই আজ ফিরতি ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। বাংলাদেশ-ভুটান ম্যাচ সন্ধ্যা সাতটায়। তার আগে বিকেল তিনটায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা। সেটা কি বসুন্ধরার মাঠে না অন্য কোথাও, নাকি গোটা টুর্নামেন্ট সরে যাবে মতিঝিলের ঢাকা জাতীয় স্টেডিয়ামে? বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময়েও সেটি নিশ্চিত হওয়া যায়নি। আলোচিত ম্যাচে ৪-১ গোলের জয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশের মেয়েরা শিরোপা ধরে রাখার পথেই এগোচ্ছে।
তবে মাঠ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কোচ বাটলার বলেন,‘আমি এখানে এসেছি খেলাটাকে এগিয়ে নিতে, এর মান বাড়াতে এবং সামনে এগিয়ে যাওয়ার ধারা গড়ে দিতে। কিন্তু এটা (অভিজ্ঞতা) ক্ষতিকর। আমার মতে, এটি খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। খেলা শুরু হওয়ার আগে আমি রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের বলেছি, এই মাঠ খেলার অনুপযুক্ত। তবে সৌভাগ্যক্রমে তিন ঘণ্টা পর তারা একটি বাস্তব সিদ্ধান্তে পৌঁছায়।
খেলা আরেকটা মাঠে সরিয়ে নেওয়াটা ছিল কমনসেন্স। আমি আনন্দিত যে, আমরা খেলা শেষ করতে পেরেছি এবং দ্বিতীয়ার্ধে মোমেন্টাম তৈরি করে খুবই ভালো ফুটবল খেলেছি।’ বাংলাদেশে অনুষ্ঠিত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে এক ম্যাচ দুই অর্ধে কখনো দেখা যায়নি। এক ম্যাচের দুই অর্ধ দুই মাঠে হওয়ার আইনত ব্যাখ্যা ও বৈধতা নিয়ে ফুটবলাঙ্গনে প্রশ্ন উঠেছে। ফুটবল ম্যাচের দুই অর্ধের মধ্যে তিন ঘণ্টা বিরতি দেওয়ারও বিধান নেই। সাফ কিংবা ম্যাচ কমিশনার কোনো পক্ষ থেকে এর ব্যাখ্যা পাওয়া যায়নি।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল অবশ্য বলছেন,‘৪ টা ২ মিনিটে (দ্বিতীয়ার্ধ শুরুর সময়) আধ ঘণ্টা খেলা বিলম্ব ঘোষণা করা হয়। মাঠ পর্যবেক্ষণের পর আরেক দফা আধ ঘণ্টা বিলম্ব হয়। এরপরও খেলা শুরু না হওয়ায় বাইলজ অনুযায়ী খেলা (পরিত্যক্ত) ঘোষণা হয়। পরিত্যক্ত হওয়ার পর সাফে অংশগ্রহণকারী দুই দল, রেফারি ও ম্যাচ কমিশনারের সঙ্গে আলোচনা করে খেলার বাকি অংশের নতুন সময় ও ভেন্যু নির্ধারণ করেছে।’ টুর্নামেন্টের বাইলজে বলা আছে,‘ম্যাচ পরিত্যক্ত ঘোষণার দুই ঘণ্টার মধ্যে খেলার ফলাফল কিংবা খেলা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে সাফ স্পোর্টিং এবং সাংগঠনিক দিক বিবেচনা করে।’
কিংস অ্যারেনায় বৃষ্টিতে মাঠে পানি জমে থাকায় বিকেল পাঁচটার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়। তখন সাফ ম্যাচ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে ভেন্যু বদল ও নতুন সূচি ঠিক করে। আন্তর্জাতিক ফুটবলে ভেন্যু বদলের বিষয়টি সেভাবে সিদ্ধ ও প্রচলিত নয়। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদকের বক্তব্য,‘এএফসির সঙ্গে আমি আলোচনা করেছি। এএফসি বলেছে, তাদের এ রকম বিধান নেই এবং তারা কখনো এ রকম করেনি। তবে এটা জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় সাফ কিংবা আয়োজকরা দলের সম্মতিতে করতে পারে।
আমরা যা করেছি সেটা রেফারি, ম্যাচ কমিশনার ও দুই দলের সম্মতিতেই।’ বৃষ্টিতে কিংস অ্যারেনা কাদাময়। তার ওপর প্রতিদিন দুই ম্যাচ হওয়ায় মাঠের অবস্থা আরো খারাপ। অ্যারেনার মাঠের দুর্বলতা আগেই চিহ্নিত ছিল। একদম সামান্য বৃষ্টিতে মাঠ ভারি হয়। কিংস কর্তৃপক্ষ ঘাস, মাটি উঠিয়ে সংস্কার করতে চেয়েছিল। পরবর্তীতে আর সংস্কার হয়নি।
বৃষ্টির মৌসুমে কিংস অ্যারেনায় আন্তর্জাতিক নারী টুর্নামেন্ট হওয়ায় এই পরিস্থিতিতে বেশ সংকটে পড়েছে ফেডারেশন (বাফুফে) ও কিংস কর্তৃপক্ষ। জাতীয় স্টেডিয়াম সংস্কারের পর এখন বৃষ্টিতে পানি জমে না। বাফুফে জাতীয় স্টেডিয়াম ভেন্যু না করে কিংস অ্যারেনায় অনূর্ধ্ব-২০ নারী সাফ আয়োজন করছে।
প্যানেল হু