ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ডাক্তারের পরামর্শ: স্ট্রোকের এই তিনটি লক্ষণ মানেই জরুরি চিকিৎসার সময়

প্রকাশিত: ০৪:২১, ১৯ জুলাই ২০২৫

ডাক্তারের পরামর্শ: স্ট্রোকের এই তিনটি লক্ষণ মানেই জরুরি চিকিৎসার সময়

ছবি: সংগৃহীত

স্ট্রোক (Stroke) বা মস্তিষ্কে রক্তক্ষরণ/রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া একটি জরুরি চিকিৎসাজনিত অবস্থা। এটি তখন ঘটে যখন মস্তিষ্কে রক্ত প্রবাহ ব্যাহত হয় বা কোনো রক্তনালী ফেটে যায়, যার ফলে মস্তিষ্কের কোষগুলো অক্সিজেন ও পুষ্টি পায় না এবং কয়েক মিনিটের মধ্যেই কোষ মারা যেতে শুরু করে।

স্নায়ু বিশেষজ্ঞ ড. রভীশ সুনকারা জানাচ্ছেন, স্ট্রোকের ৩টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সাধারণ লক্ষণ এবং কেন আমাদের ‘FAST’ পদ্ধতি মনে রাখা উচিত। "এই লক্ষণগুলো দ্রুত চিনতে পারলে একটি মস্তিষ্ক, এমনকি একটি জীবনও রক্ষা পেতে পারে," বলেন তিনি।

১. মুখের একপাশ বেঁকে যাওয়া (Face Drooping)

স্ট্রোকের অন্যতম প্রথম লক্ষণ হলো মুখের একপাশ হঠাৎ বেঁকে যাওয়া। যদি কারও মুখ হঠাৎ একপাশে ঝুলে পড়ে বা হাসতে গেলে একপাশ না নড়ে, তাহলে সেটি বড় রেড ফ্ল্যাগ। স্ট্রোকের কারণে মস্তিষ্ক মুখের পেশি নিয়ন্ত্রণ হারায়, ফলে এমন ঘটে। তাৎক্ষণিক চিকিৎসা না পেলে কয়েক মিনিটেই ভয়াবহ ক্ষতি হতে পারে।

২. হাত বা পায়ে দুর্বলতা (Arm or Leg Weakness)

হাত বা পায়ে হঠাৎ দুর্বলতা বা অবশ ভাবও হতে পারে স্ট্রোকের লক্ষণ। পরীক্ষা করতে বলুন—উভয় হাত তুলতে। যদি একটি হাত পড়ে যায় বা তুলতেই না পারে, দ্রুত ব্যবস্থা নিন। পায়ে হলে হাঁটতে সমস্যা বা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

৩. কথা বলার অসুবিধা (Speech Difficulty)

স্ট্রোক হলে কথা জড়িয়ে যাওয়া, অস্পষ্ট উচ্চারণ বা পুরোপুরি কথা বলা বন্ধ হয়ে যেতে পারে। সন্দেহ হলে একটি সহজ বাক্য বলতে বলুন। যদি না বলতে পারে বা কথার ধরণ পরিবর্তিত হয়, সময় নষ্ট না করে জরুরি সাহায্য নিন।

মনে রাখুন 'FAST'

ড. সুনকারা বলছেন, এই লক্ষণগুলো মনে রাখার সহজ পদ্ধতি হলো FAST:

F – Face: মুখে বেঁকে যাওয়া

A – Arms: হাত বা পায়ে দুর্বলতা

S – Speech: কথা বলায় সমস্যা

T – Time: সময়! এখনই ব্যবস্থা নিন


স্ট্রোকের সময় প্রতি মিনিটে লক্ষ লক্ষ ব্রেন সেল নষ্ট হয়। তাই দ্রুত হাসপাতালে নেওয়া হলে স্ট্রোকের প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব। দেরি করলে হতে পারে স্থায়ী বিকলতা, এমনকি মৃত্যু।

সতর্ক থাকুন, ‘FAST’ হোন—কারণ সময়ই জীবন বাঁচাতে পারে।

Mily

×