ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

প্রথম লঙ্কা জয়

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ জুলাই ২০২৫

প্রথম লঙ্কা জয়

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এজন্যই বলা হচ্ছে প্রথম লঙ্কা জয়। শাবাশ বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার শেষ টি২০টি রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে, ২-১-এ সিরিজ তাদের। পাল্লেকেলেতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ দাঁড়িয়েছিল এমনই আরেকটি সুযোগের সামনে। সেই ম্যাচে হয়নি, কিন্তু আজ হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যদিও মেহেদী হাসান, অলিখিত ফাইনালে বাংলাদেশের ৮ উইকেটের জয়ের নায়ক বলতে হবে মেহেদী-তানজিদ দুজনকেও। এটা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করবে।
বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। আবার আরব আমিরাতের মতো দলের বিপক্ষে সিরিজ হেরেছেও। ক্রিকেট অনিশ্চয়তারই খেলা। যদিও টি২০ ম্যাচে অনিবার্যভাবে শক্তিমত্তার প্রদর্শন চলে। অধিকতর শক্তিমানই খেলায় জেতে। যেমন জিতেছে নতুন ও তারুণ্যে ভরপুর ক্রিকেটারদের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল।
অথচ সফরের শুরুটা হতাশায় মোড়া। প্রথমে টেস্ট, এরপর ওয়ানডে- শ্রীলঙ্কা সফরে প্রথম দুটি সিরিজেই হেরেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম টি২০তে হারলেও টানা দুই ম্যাচে জয় তুলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ২০ ওভারের সিরিজ জিতেছে বাংলাদেশ। দলগত এই জয় এসেছে ব্যক্তিপর্যায়ের ভালো পারফরম্যান্সের সুবাদে। সিরিজে মোট তিনটি ফিফটি হয়েছে, দুটিই বাংলাদেশের ব্যাটসম্যানদের। মোট ছক্কা হয়েছে ৩৩টি, বাংলাদেশেরই ২০টি। সিরিজ শেষে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষ পাঁচেও তাই বাংলাদেশের খেলোয়াড়দেরই আধিক্য।
সিরিজে হয়েছে তিন ম্যাচ, কিন্তু এক ম্যাচ খেলেই শীর্ষ বোলারদের তালিকায় ১ নম্বরে উঠে গেছেন বাংলাদেশের মেহেদী হাসান। শেষ টি২০তে মাত্র ১১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আঁটসাঁট বোলিংয়ের সঙ্গে ব্যাটিং-সামর্থ্য টি২০তে মেহেদী হাসান সব সময়ই নির্বাচকদের পছন্দের তালিকায় থাকেন ওপরের দিকে। আপন শক্তির যথার্থতা প্রমাণের দায়িত্ব ছিল মেহেদী হাসানের নিজের কাঁধেই। তা তিনি করলেন সম্ভাব্য সেরা উপায়ে- ক্যারিয়ার আর টি২০ সংস্করণে দেশের সেরা বোলিংয়ের চেয়ে একজন বোলার আর বাড়তি কীই-বা করতে পারেন!  সিরিজে ৪ উইকেট নেওয়া অন্য বোলারও বাংলাদেশের, রিশাদ হোসেন।
তবে বিশ^কাপ টি২০র গ্লানি দেশবাসী ভোলেনি। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি২০তে হারের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়েছিল বাংলাদেশ ক্রিকেট দলই। তখন আমরা সম্পাদকীয়তে পরামর্শ রেখেছিলাম, বাংলাদেশ ক্রিকেট দলকে সামনের দিকে যেতে হলে সবকিছুর আগে খেলোয়াড়দের মানসিকতার পরিবর্তন দরকার। ‘আমরা পারি, আমরা জিতব’- এই লড়াকু মনোভাবের অধিকারী হতে হবে তাদের। দ্বিতীয়ত ক্রিকেট বোর্ড তথা টিম ম্যানেজমেন্টের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সব স্তরেই পুনর্গঠন করা চাই। লঙ্কা জয় করে তারই কি স্বাক্ষর রাখল না লড়াকু খেলোয়াড়রা? অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল।

প্যানেল/মো.

×