ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

নদী ভাঙনে স্বপ্নভঙ্গ

লাবু আহমেদ, রৌমারী, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৩৬, ১৮ জুলাই ২০২৫

নদী ভাঙনে স্বপ্নভঙ্গ

আমাদের দৈনন্দিন জীবনের প্রধান সমস্যা ও আতস্কের নাম নদী ভাঙন। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর, ঘুঘুমারী, সুখের বাতি ও খেদাইমারী গ্রাম এবং উলিপুর উপজেলার ১৩নং সাহেবের আগলা ইউনিয়নের খেওয়ার চর, উত্তর নামাজের চর ও দক্ষিণ নামাজের চর গ্রাম ব্রহ্মপুত্র নদের প্রবাহমান স্রোতের গতিতে প্রতিদিন ভেঙে যাচ্ছে। ইতোমধ্যে ঘুঘুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রায় তিন হাজার বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। প্রিয় বিদ্যালয় ভেঙে যাওয়ার কারনে অনেক শিশু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। এখন উত্তর নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ নামাজের চর কলেজ, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান নদী গর্ভে চলে যাওয়ার উপক্রম হয়েছে। যাদের বাড়ি নদীতে বিলিন হয়েছে তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছে। অনেকের বাপ দাদার কবর পর্যন্ত ব্রহ্মপুত্র নদ গ্রাস করে নিয়েছে। অনেকে ভিটা মাটি হারিয়ে সঙ্গী দুর্দশার মধ্যে আছে। এ ছাড়াও নদী গর্ভে চলে যাচ্ছে কৃষি জমি ও ফসল এতে অসহায়ত্বেও হচ্ছে এ এলাকার মানুষ। বিধ্বসী নদীর কারণে এ এলাকার মানুষের সুন্দর স্বপ্ন ভেঙে যাচ্ছে। যার দেশের ফলে দিন দিন বেকারত্বের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এগুলো দেখার কেউ নেই। 
 

প্যানেল/মো.

×