ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সড়কে দুর্ভোগ

সাব্বির সরদার, মাদারটেক, বাসাবো

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ জুলাই ২০২৫

সড়কে দুর্ভোগ

 

রাজধানীর খিলগাঁও থানাধীন বাসাবো থেকে নন্দীপাড়া ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের টনক যেন নড়ছেই না। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় হতাশ স্থানীয় বাসিন্দাসহ হাজারো পথচারী।ব্যস্ততম এ সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করে হাজার হাজার পথচারী। কিন্তু এ সড়কটি জনগুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন এ সড়কের কোনো সংস্কার কাজ করছে না কর্তৃপক্ষ। ফলে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ এ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অনেক সময় গুরুতর রোগী নিয়ে যেতে হলেও বিপাকে পড়তে হয় তাদের। এদিকে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা থাকায় অল্প বৃষ্টিতেই কোনো কোনো জায়গায় হাঁটু সমান পানি হচ্ছে। ফলে রাস্তার মাঝের বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে যানবাহনের তুলনায় রাস্তা সরু হওয়ায় প্রতিদিনের দীর্ঘ জ্যামজট তো আছেই। জ্যামজটের কারণে অফিসগামী মানুষেররা ঠিক সময়ে অফিসেও পৌঁছাতে পারে না। এদিকে শিক্ষার্থীরা ঠিক মতো যেতে পারছে না তাদের প্রতিষ্ঠানে। একবার জ্যামে আটকে গেলে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে হয় সেখানেই। বাসিন্দারা সড়কের সংস্কারের জন্য দীর্ঘদিন দাবি জানালেও দেখার যেন কেউ নেই। মনে হয় অবিভাবকহীন এ এলাকা। সচেতন মহল বলছে হয়তো এই সড়কের দিকে একটু সুদৃষ্টি দিলেই স্বস্তি মিলবে সাধারণ মানুষের। আমরাও এমনটাই আশা করব কর্তৃপক্ষের কাছে। হয়তো কর্তৃপক্ষ একটু সুদৃষ্টি দিবে এই সড়কের দিকে।
 

প্যানেল/মো.

×