
ছবি: সংগৃহীত
কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলে সবুজ হাওলাদারের (২৩) পচন ধরা মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে কুয়াকাটা পৌরসভার শরিফপুর গ্রামের পরিত্যক্ত এক বাড়ির ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজ হাওলাদার শরিফপুর গ্রামের আবুল বাশার হাওলাদারের ছেলে। সবুজ আট মাস আগে বিয়ে করেন।
স্থানীয়রা জানান, গরুর ঘাস খাওয়াতে গিয়ে এক মহিলা ঝোপের মধ্যে মরদেহটি প্রথম দেখতে পায়। গলায় গামছা লাগানো অবস্থায় ছিল । তার ডাক চিৎকারে লোকজন গিয়ে পুলিশে খবর দেয়। পরে মহিপুর থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বোন মনিরা বলেন, ‘বুধবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার পারিবারিক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে সবুজ স্ত্রীকে থাপ্পড় দেয় । পরে স্ত্রী বিষয়টি তার বড় ভাইকে জানায়। তিনি এসে সবুজকে হুমকি দিয়ে যায় । এরপর ভাইয়ের বউ আমেনা তার বাবার বাড়িত চলে যায়। সবুজও তার সঙ্গে চলে যায় ।’ মনিরার ধারনা ছিল তার ভাই শ্বশুরবাড়িতেই আছেন। কিন্তু আজ দেখেন তার মরদেহ ঝোপের মধ্যে পড়ে আছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝোপের ভেতর ফেলে দেওয়া হয়।
মহিপুর থানার ওসি মো. মাহমুদ হাসান জানান, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফারুক