ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ

গণতন্ত্রের পূর্ণ জাগরণের প্রতীক ছিল ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান’

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২৩:০০, ১৮ জুলাই ২০২৫

গণতন্ত্রের পূর্ণ জাগরণের প্রতীক ছিল ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান’

“জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল এ দেশের গণতন্ত্রের পূর্ণ জাগরণের প্রতীক। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে। তারা তাদের রক্ত দিয়ে প্রমাণ করেছেন, জনগণের অধিকার হরণ ও স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জীবন দিতেও ভয় করা যাবে না।

আমরা প্রতিজ্ঞা করছি, শহীদদের রক্ত কখনো বৃথা যেতে দেবে না। তাদের অসমাপ্ত লড়াই আমরা শেষ করব। গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা কোনো রকম আপস করব না এবং কোনো শক্তির কাছেই মাথা নত করব না।
জুলাই-আগস্টের এই শহীদদের প্রতি আমাদের সম্মান জানানোর প্রকৃত উপায় হলো তাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের মতামতই হবে রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি এবং কেউ আর অন্যায়ভাবে নিপীড়িত হবে না। আমাদের লড়াই চলবে, ইনশাআল্লাহ, এবং বিজয় আমাদের হবেই।”

২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌন মিছিলে কৃ‌ষি‌বিদ মে‌হেদী হাসান পলাশ তি‌নি এসব কথা ব‌লেন।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপি আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে পৌর শহরের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের ক‌রে। মৌন মিছিলটি সদর হাসপাতাল, টিএনটি রোড,উপজেলা পরিষদ চত্বর হয়ে মুসা মার্কেট গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এতে নের্তৃত্ব দেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া শাখার সহ-আইন বিষয়ক সম্পাদক অ‌্যাডভোকেট মো. মহসিন,সদস্য গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর র‌শিদ (আকাশ), বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী,কৃষক দলের আহ্বায়ক ওয়াছিউদ্দিন,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান,পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তারসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

রাজু

×