ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফটিকছড়িতে জমির গর্তে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি,চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:০০, ১৮ জুলাই ২০২৫

ফটিকছড়িতে জমির গর্তে পড়ে শিশুর মৃত্যু

উপজেলার দক্ষিণ পাইন্দং এর হাজি তোফায়েল আহমদ সুফির বাড়িতে কৃষি জমি থেকে মাটি কাটার গর্তে পড়ে আরমান(২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত আরমান ঐ বাড়ির ফোরকানের একমাত্র পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালবেলা শিশুটি বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশে থাকা সেই গর্তের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অল্প কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে আরহামের দাদি ফরিদা বেগম তাকে গর্ত থেকে ভাসমান অবস্থায় দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। উদ্ধারের পর দ্রুত শিশু আরহামকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Mily

×