ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এই রক্তের সঙ্গে বেইমানি করলে ঠ্যাং ভাইঙ্গা ফেলবো: নাফসিন মেহেনাজ আজিরিন

প্রকাশিত: ২৩:১৩, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২৩:১৬, ১৮ জুলাই ২০২৫

এই রক্তের সঙ্গে বেইমানি করলে ঠ্যাং ভাইঙ্গা ফেলবো: নাফসিন মেহেনাজ আজিরিন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী ও জুলাই বিপ্লবের অগ্নিকন্যা হিসেবে পরিচিত নাফসিন মেহেনাজ আজিরিন সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ সরাসরি যুক্ত থাকা এই তরুণ নেত্রী নিজের ক্ষোভ, বেদনা ও অটল প্রতিজ্ঞা প্রকাশ করেছেন সেই পোস্টে।

নাফসিন লিখেছেন,‘আজকে সারাটাদিন কাঁদলাম! শুধু কাঁদতেই থাকলাম!

কেউ যদি এই রক্তের সাথে বেঈমানী করার চেষ্টা করেন,ঠ্যাং ভাইঙ্গা ফেলবো।

Loud and clear !!’

তার এই মন্তব্য স্পষ্টভাবে আন্দোলনের চেতনাকে ধরে রাখার প্রত্যয় এবং যেকোনো ধরনের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিফলন। শুধু আবেগ নয়, এটি যেন এক রণহুঙ্কার, যেন এক বার্তা জুলাইয়ের রক্তপাত ভুলে যাওয়ার নয়, বরং তার প্রতিটি ফোঁটা রক্তকে দায়িত্বের সঙ্গে বয়ে নেওয়ার আহ্বান।

 

আফরোজা

×