
.
বাংলাদেশ টেলিভিশনের সংগীত বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘গল্প গানের প্রহর’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। এই অনুষ্ঠানের এবারের পর্বের অতিথি শিল্পী, সুরকার, সংগীত পরিচালক অদিত রহমান এবং শিল্পী দোলা রহমান। পর্বটি বিটিভিতে প্রচার হবে আজ শনিবার বিকেল ৫টা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সৈয়দা ফারহানা হাসান।
দোলা রহমান বলেন, এই সময়টায় মানুষ গান শোনার পাশাপাশি দেখতেও চায়। আর এই অনুষ্ঠানটি গান দেখানোরই অনুষ্ঠান। অর্থাৎ মিউজিক ভিডিওর অনুষ্ঠান। নিঃসন্দেহে সময়োপযোগী আয়োজন। দর্শকের ভালো লাগবে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আমাদের প্রাণের খোরাক যোগায় যে সংগীত, সেই সংগীত নিয়ে নানারকম অনুষ্ঠান হয় টিভি চ্যানেলগুলোতে। তবে দর্শক চান ব্যতিক্রম কিছু।
আশা করছি এই অনুষ্ঠান দর্শকের সেই চাওয়া কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হচ্ছে। তিনি বলেন, মূলত দেশের সংগীত জগতের তারকা শিল্পীদের অংশগ্রহণে নির্মিত হচ্ছে এই অনুষ্ঠান। যেখানে শুধু গান থাকছে না, থাকছে গানের গল্প। যে গল্পের মধ্য দিয়ে উঠে আসে একটি গানের জন্মকথা।
প্যানেল মজি