
প্রিয়াঙ্কা জামান
দর্শকপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। কামরুল হুদার রচনায় ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’ এর শূটিংয়ে অংশ নিয়েছেন তিনি। সুনামগঞ্জের শান্তিগঞ্জের টাঙ্গুয়ার হাওড় এলাকায় টানা পাঁচদিন শূটিং করে ঢাকায় ফিরেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, এই ধারাবাহিকের গল্পটা বলা যায় আমাকে কেন্দ্র করেই এগিয়ে গেছে।
গল্পের অন্যতম প্রধান চরিত্রে আমিই অভিনয় করেছি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ ও তার আশপাশের এলাকায় শূটিং হয়েছে। সুনামগঞ্জ যে এত সুন্দর তা সত্যিই আমার জানা ছিল না। আমি সুনামগঞ্জের প্রেমে পড়ে গেছি। আমার সঙ্গে অন্যান্য শিল্পী যারা ছিলেন তাদের মধ্যে কেউ কেউ টাঙ্গুয়ার হাওড়ও ঘুরে এসেছে।
কিন্তু এই ধারাবাহিকে আমার একটার পর একটা দৃশ্যে কাজ করতে হয়েছে। যে কারণে কোথাও ঘুরে বেড়ানোর সুযোগ পাইনি আমি। ‘মার্ডার’ ধারাবাহিকটি শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। প্রিয়াঙ্কা জানান, কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ব্যাপারে মিটিংয়ে বসবেন। চলতি মাসের শেষেই আরও একটি নতুন একক নাটকে অভিনয় করার কথা রয়েছে তার।
আজ থেকে সাত বছর আগে তিনি দক্ষিণ কোরিয়াতেই প্রথম স্টেজ শোতে পারফর্ম করেন। এরপর তিনি একে একে মালয়েশিয়া, দুবাই, ব্যাংকক, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চায়নাতে স্টেজ শোতে পারফর্ম করেন। দীর্ঘ সাত বছর পর সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্ম করেও বেশ প্রশংসিত হয়েছেন।
প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। তবে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা শীঘ্রই শেষ হয়ে মুক্তি পাবে। সেগুলো হচ্ছে মান্নান গাজীপুরীর ‘কী করে বলবো তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’। আড়ং’-এর বিলবোর্ডে প্রথম দেখা মিলে প্রিয়াঙ্কার। জনপ্রিয় অভিনেতা অপূর্বের সঙ্গেও একটি প্রতিষ্ঠানের রডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।
প্যানেল মজি