ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

এবার পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:০৮, ১৮ জুলাই ২০২৫

এবার পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার অনুশীলনে ঘাম ঝরান নাঈম শেখ

দীর্ঘ অপেক্ষার পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়। যা লঙ্কানদের বিপক্ষে প্রথমবার টাইগারদের সিরিজ জয়ের ইতিহাস। সফল এই সিরিজ শেষে ঘরের মাঠে পাকিস্তানকেও পরাজিত করার প্রত্যাশা লিটন কুমার দাসের দলের।

রবিবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই টি২০ সিরিজ। এই সিরিজের আগে শুক্রবার দুপুর ২টায় মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। জানা গেছে, অনুশীলনটি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মিরপুরের একাডেমি মাঠে দুপুর নাগাদই ঘাম ঝরাতে দেখা গেছে ওপেনার নাঈম শেখকে।
লঙ্কানদের বিপক্ষে বাজে বোলিং-ব্যাটিংয়ে ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি২০তে দারুণ জয় নিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফেরেন। বাংলাদেশের এমন জয়ে ক্রিকেটভক্তরা মনে করছেন ওয়ানডে-টেস্টের তুলনায় ছোট ফরম্যাটেই ভালো খেলছে টাইগাররা। তবে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তাদের। সেজন্যই এই পাকিস্তানের বিপক্ষে অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, তাদের বিশ্রামের সুযোগ দিতেই অনুশীলন বাতিল করা হয়েছে। তবে কেউ চাইলে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিন ভরদুপুরে নাঈম শেখ কয়েকজন থ্রোয়ার নিয়ে ব্যক্তিগতভাবে মিরপুরে অনুশীলন করতে আসেন। তার অনুশীলনের সময় দলের কোনো কোচ উপস্থিত ছিলেন না। এ সময় তাকে বেশ কিছু বড় শর্ট খেলতে দেখা গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম। সেখানে নিজের ব্যাটিং পজিশন ওপেনারে নয়, ৪ নম্বরে খেলেছেন তিনি। ২৯ বল খরচায় সংগ্রহ করেন ৩২ রান। পরের দুই ম্যাচে অবশ্য একাদশে দেখা যায়নি আর নাঈমকে।
আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাঈম। ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি২০ সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় টাইগার দল। অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশকে ফেভারিট হিসেবে আখ্যা দিয়েছেন নাঈম। তিনি বলেন, অবশ্যই ঘরের মাঠে আমরা নিজেদের দলকে এগিয়ে রাখি। এবারও এগিয়ে রাখব। পাকিস্তানে আমরা যেভাবে খেলেছি, বেশিরভাগ ম্যাচ হাই স্কোরিং ছিল। আমরা ১৯০-২০০ করেছি। তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানে বোলিংটা যেভাবে করেছি, শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু এর বিপরীত ছিল। এখন আমাদের বোলাররা ভালো মোমেন্টামে আছে। সতীর্থ হিসেবে দেখেছি, বোলাররা খুব ভালো অবস্থানে আছে। এটা ধরে রাখতে পারলে ঘরের মাঠের সুবিধা আমরা নিতে পারব।
এদিকে লঙ্কায় ঐতিহাসিক টি২০ সিরিজ জয়ী দলের অন্য দুই ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী ও শেখ মেহেদি হাসান গতকাল দেশে ফিরেছেন। যদিও তাদের সতীর্থরা ফিরেছেন বৃহস্পতিবার। ক্রিকেটারদের মতো কোচরাও আপাতত বিশ্রামে আছেন। আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচ। অন্যদিকে গতকাল বাংলাদেশের অনুশীলন বন্ধ থাকলেও সফরকারী পাকিস্তান দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে যে দল নিয়ে বাংলাদেশ টি২০ খেলেছিল, লিটনকে অধিনায়ক করে পাকিস্তান সিরিজেও একই দল রেখেছে বিসিবি। আর এই সিরিজে স্মার্ট ক্রিকেট খেললে জিততে পারবেন বলে আশাবাদী লিটন দাস। তিনি বলেন, ‘পাকিস্তান সিরিজ মিরপুরে খুব একটা সহজ হবে না। কারণ পাকিস্তান দলে অনেক ভালো বৈচিত্র্য আছে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তাদের বেশিরভাগ প্লেয়ারই আমাদের বিপিএল খেলে, তারা কন্ডিশন জানে। চ্যালেঞ্জ হবে দুই পক্ষের জন্যই। আমি আশাবাদী, আমার টিম স্মার্ট ক্রিকেট খেললে জিততে পারবে।’
এই বর্ষায় মিরপুরের উইকেটে খেলা কঠিন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটাও বুঝতে হবে পাকিস্তান সিরিজের খেলা মিরপুরে। আমি জানি না মিরপুর কেমন হবে এই মুহূর্তে। কারণ আমি যতটা জানি ঢাকায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। সুতরাং বৃষ্টি হলে একটা উইকেট কতটা কঠিন হতে পারে ব্যাটিংয়ের জন্য। ভালো ক্রিকেট খেলার চেষ্টা। ব্যাটাররা ফেল হলেও হতেই পারে। ১০ বছর ধরে ক্রিকেট খেলছি, সব সময় শতভাগই দিতে চেষ্টা করি। দ্বিতীয় টি২০ আমার জন্য প্লাস পয়েন্ট ছিল। ম্যাচ জিতলে এমনিতেই উজ্জীবিত হওয়া যায়। আমার মনে হয় আত্মবিশ্বাসটা সবার  ভেতরে ছিল। পুরো দল হিসেবে আমরা বিশ্বাস করি যে আমরা ভালো ক্রিকেট খেললে আমরা জিততে পারব।’
১১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করা মেহেদি হাসানকে নিয়ে লিটন বলেন, ‘আমার বিশ্বাস ছিল, কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে। তার মানে এই নয় যে সে অন্য জায়গায় ভালো বোলিং করবে না। এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল, আর কেউ খেলুক না খেলুক,  মেহেদি খেলবে। যদি উইকেট বোলিং সহায়ক হয় আমাদের সব ম্যাচে  মেহেদি খেলবে, ব্যাটিং সহায়ক হলে মিরাজ খেলবে।’
 

প্যানেল মজি

×