ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সুইডেনকে কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৭, ১৮ জুলাই ২০২৫

সুইডেনকে কাঁদিয়ে সেমিতে ইংল্যান্ড

জয়ের আনন্দ দুই ইংলিশ ফুটবলারের

রুদ্ধশ্বাস জয়ে উয়েফা ইউরো নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড জাতীয় নারী ফুটবল দল। বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে সুইডেনকে ৩-২ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশ মেয়েরা। 
ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২  গোলে সমতা ফেরায়। শুধু পেনাল্টি শূটআউটের রোমাঞ্চই নয়। এই ম্যাচে কয়েকটি রেকর্ডও হয়েছে। সুইডেনের গোলরক্ষক জেনিফার ফাল্ক নারী ইউরোর ইতিহাসে রেকর্ড গড়ে পেনাল্টিতে চারটি শট ঠেকান। তবে তিনিই সম্ভাব্য জয়সূচক পেনাল্টি কিকটি পোস্টের উপর দিয়ে মেরে বসেন। শেষ পর্যন্ত পেনাল্টিতে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয় লাভ করে, যখন ১৮ বছর বয়সী স্মিলা হোল্মবার্গ শেষ শটটি মিস করেন। এর আগে লুসি ব্রোঞ্জের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড।

প্যানেল মজি

×