
দিয়েগো জোতার ম্যুরাল
পর্তুগিজ ও লিভারপুল তারকা দিয়েগো জোতার মৃত্যুর পরও অমর হয়ে আছেন সকলের মনে। তাকে স্মরণ করছেন খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত-সমর্থকরা। এবার ইংল্যান্ডের উলভারহ্যাম্পটন ক্লাবের হল অব ফেমে নাম উঠে গেল জোতার। ইংলিশ ক্লাবটির নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে বৃহস্পতিবার জোতার একটি ছবি পোস্ট করেছে।
সদ্য প্রয়াত তারকা ফুটবলার পরনে দেখা গেছে উলভসের জার্সি। ক্লাবটি লিখেছে, ‘দিয়েগো জোতা উলভস হল অব ফেমে জায়গা করে নিয়েছেন। ক্লাবের জন্য তার অসাধারণ অর্জন ও ফুটবল জগতে যে ছাপ তিনি রেখেছেন, সবকিছুর প্রতি সম্মান জানাতেই এমন কিছু (হল অব ফেমে নাম) করা হয়েছে।’
ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, গোল করা দুটিই করেছেন লিভারপুলের হয়ে। অলরেডদের জার্সিতে ২০২০ থেকে ২০২৫ পর্যন্ত ৫ বছরে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছেন জোতা। অ্যাসিস্ট করেছেন ২৬ গোলে। অলরেডদের জার্সিতে একটি করে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও কারাবাও কাপের শিরোপা জিতেছেন তিনি।
যার মধ্যে প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ২০২৪-২৫ মৌসুমে। পর্তুগালের দুই ক্লাব প্যাকোস ডি ফেরেইরা, পোর্তো ও ইংল্যান্ডের দুই ক্লাব লিভারপুল, উলভস সব মিলিয়ে চারটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছিলেন জোতা। ক্লাব ক্যারিয়ারে ৩৯৮ ম্যাচে ১৩৬ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৬ গোলে। যেখানে উলভসের হয়ে খেলেছেন ১৩১ ম্যাচ। ৪৪ গোলের পাশাপাশি তার অ্যাসিস্ট ১৯ গোলে।
প্যানেল মজি