ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

আজও লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করবেন শান্তিরা?

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৪, ১৮ জুলাই ২০২৫

আজও লঙ্কানদের নিয়ে ছেলেখেলা করবেন শান্তিরা?

শুক্রবার সুইমিংপুলে ফুরফুরে মেজাজে ছিলেন বাংলাদেশের নারী ফুটবলাররা

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। টানা চার জয়ে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার  কক্ষপথেই আছে বাংলার বাঘিনীরা। রাউন্ড রবিন লিগে আজ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে বাংলাদেশ। বসুন্ধরা  স্পোর্টস সিটির দুই নম্বর গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এর আগে বেলা ৩টায় একই গ্রাউন্ডে লড়বে নেপাল ও ভুটান। 
লঙ্কান মেয়েদের মুখোমুখি হওয়ার আগে শুক্রবার বেশ খোশ মেজাজে কাটিয়েছে বাংলাদেশ দল। সুইমিংপুলে আফঈদা-মুনকিদের বেশ ফুরফুরে দেখা গেছে। খেলোয়াড় ও কোচ জানিয়েছেন, জয় ছাড়া তারা কিছুই ভাবছেন না। এই শ্রীলঙ্কাকেই ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। আজ আরেকবার গোল উৎসবের লক্ষ্যেই মাঠে নামবে বাঘিনীরা।

বাংলাদেশ আসরের বর্তমান চ্যাম্পিয়ন। ২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার মেয়েরা। সেবার ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সব মিলিয়ে বাংলাদেশ এবারও পরিষ্কার ফেভারিট। গতবার ভারত থাকলেও এবার পারিপার্শ্বিক রাজনৈতিক ইস্যুতে বাংলাদেশে দল পাঠায়নি তারা। সুযোগ পেয়েছে শ্রীলঙ্কা। 
এদিকে ১৩ জুলাই এই ভুটানের বিপক্ষেই ঠিক নিজেদের আগের ম্যাচে লাল কার্ড দেখা মোসাম্মদ সাগরিকার নিষেধাজ্ঞা এক ম্যাচ থেকে বাড়িয়ে তিন ম্যাচ করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। সেদিন ম্যাচের ৫৫ মিনিটে বাংলাদেশের ফরোয়ার্ডকে ফাউল করার পর তাঁর মাথা ও চুল টেনে ধরেন নেপালের সিমরান। এরপর রেফারি দু’জনকেই লাল কার্ড দেখান।

ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৩-২ গোলে। দুই ফুটবলারই বৃহস্পতিবার ফিরতি ম্যাচে খেলতে পারেননি। তবে শুধু এক ম্যাচ নয়, বাংলাদেশের তারকা ফুটবলার সাগরিকাকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে সাফ। সাগরিকার মতো তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সিমরানও। পাশাপাশি দু’জনকেই ৫০০ ডলার করে জরিমানা করা হয়েছে। লাল কার্ড দেখলে সাধারণত এক ম্যাচ নিষিদ্ধ থাকেন ফুটবলাররা। রেফারি ও ম্যাচ কমিশনারের রিপোর্টের ওপর ভিত্তি করে অনেক সময় শাস্তির মেয়াদ বাড়ে। তবে মাঠে যা ঘটেছে, তাতে সাগরিকার এত বড় শাস্তি হওয়াতে বিস্মিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন।  যে কারণে সাগরিকা আজ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও খেলতে পারছেন না। 
২১ জুলাই নেপালের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে তাঁকে। অবশ্য চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারে বাফুফে। কিন্তু আপিল করতে গেলে কয়েকশ’ ডলার জরিমানা দিতে হবে। তাই ফেডারেশন আর সেই পথে হাঁটছে না। আর সাগরিকার জরিমানা পরিশোধ করতে হবে বাফুফেকে। টুর্নামেন্টের স্বাগতিক হিসেবে ফেডারেশনকে আর্থিক অনুদান দিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে সাগরিকা না থাকলেও আজ শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলতে চায় লাল-সবুজের দেশ। এমনটিই জানিয়েছেন দলটির কোচ পিটার বাটলার ও অধিনায়ক আফঈদা খন্দকার।
 

প্যানেল মজি

×