
২০২৪ সালের ১৮ জুলাইয়ের ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
পোস্টটিতে ফুটে উঠেছে গত বছর এই দিনে চলা স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল ধারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেই সময় ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়েছিলেন। রক্তপাত আর দমন-পীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছিল তারা।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ১৮ জুলাই, ২০২৪ সালে বলেছিলেন, “গুলির সঙ্গে কোনো সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার চেয়ে আমার মৃত্যু শ্রেয়।”
এছাড়া, ১৯ জুলাই সারা দেশে শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের আরেক মুখপাত্র নাহিদ হাসান। তিনি একইসঙ্গে জুমার নামাজের পর গায়েবানা জানাজার কর্মসূচি পালনের ডাক দিয়েছিলেন, নিহতদের স্মরণে।
আন্দোলনের সেই গৌরবময় দিনগুলো এখন স্মৃতির পাতায়, অনেকের মনেই তা আজও গভীর রেখাপাত করে।
আফরোজা