
বর্তমান বাংলাদেশের প্রগতির ধারা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু মানবতা আজ কোথাও যেন হোঁচট খাচ্ছে। প্রতিদিন পত্রিকার পাতায় চোখ রাখলেই চোখে পড়ে ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা, চাঁদাবাজি ও প্রকাশ্য পিটিয়ে মারার মতো নৃশংস সব ঘটনা। প্রশ্ন জাগে- এ কোন সমাজে আমরা বাস করছি? সভ্যতার আবরণে আমরা কি নতুন এক বর্বর যুগে প্রবেশ করছি? সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা দেখে মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়ার যুগে ফিরে গেছি। নিরপরাধ মানুষ আজ নিরাপদ নয়। শুধু চাঁদা না দেওয়ার কারণে প্রাণ দিতে হচ্ছে, আর হত্যার ধরনগুলো এতটাই নির্মম যে তা মানবতার সব সীমা অতিক্রম করেছে। মানুষের সামনে মানুষকে খুন করা হচ্ছে, অথচ মানবতা আজ নিশ্চুপ। শিশু, নারী, ছাত্র- কেউই রেহাই পাচ্ছে না এই বর্বরতা থেকে। আমরা যদি এখনই শক্ত হাতে এর বিরুদ্ধে দাঁড়াতে না পারি, তবে আমরা হারাবো মেধাবী আবরারদের, স্নেহময়ী মা ও বোনদের, আর এতিম হয়ে যাবে হাজারো শিশু।
তাই এখনই সময়, বর্বরতার বিরুদ্ধে জাতিগতভাবে ঐক্যবদ্ধ হওয়ার। অন্যায়, জুলুম ও সন্ত্রাসের কোনো স্থান বাংলার মাটিতে হতে পারে না।
প্যানেল/মো.