ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কালিয়াকৈরে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রয়োগ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

প্রকাশিত: ২০:৩৩, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২০:৩৪, ১৮ জুলাই ২০২৫

কালিয়াকৈরে ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রয়োগ বিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ডেটা সায়েন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও এর প্রয়োগ বিষয়ক দ্ইু দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন (ICDSaIA ২০২৫)-এর উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে। EATL ইনোভেশন হাব এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারের সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক সিটির EATL ইনোভেশন হাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ঊঅঞখ ইনোভেশন হাবের চেয়ারম্যান এবং সরকারের সাবেক মুখ্য সচিব ড. মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, পূবালী ব্যাংকের পরিচালক ও সিইও মো. আলী এবং EATL ইনোভেশন হাব ও ইথিকস অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এ.এ. মুবিন খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সালফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর মো. সারাচে। উদ্বোধনী অনুষ্ঠানে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ সম্ভাবনা অন্বেষণ ও প্রয়োগ বিষয়ে আলোকপাত করেন বক্তারা।প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনুষ্ঠানের সাফল্য কামনা করে ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বাংলাদেশের সম্ভাবনা ও করণীয় বিষয়ে প্রযোজনীয় দিক নির্দেশনা দেন। কনফারেন্সের টেকনিক্যাল প্রোগ্রাম কমিটিতে ৮টি দেশের ২১৮টি পূর্ণ গবেষণাপত্র জমা পড়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, উজবেকিস্তান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকে। পুরো সম্মেলনে থাকবে ১৬টি গবেষণাপত্র উপস্থাপন সেশন ৪টি সমান্তরাল ট্র্যাকে এবং ২টি পোস্টার প্রদর্শনী সেশন।

Jahan

×