ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু আরহামের

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৩৭, ১৮ জুলাই ২০২৫

খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু আরহামের

ছবি: সংগৃহীত

‎চট্টগ্রামের ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরে ডুবে ‎আরহাম নামের এক বছর ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ পাইন্দং গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ‎নিহত আরহাম ওই এলাকার তোফায়েল আহমেদ সুফির বাড়ির মো. ফোরকান উদ্দিনের একমাত্র পুত্র সন্তান।

‎‎স্থানীয় বাসিন্দারা জানায়, সকালে সবার অগোচরে আরহাম বাড়ির উঠান থেকে হাঁটতে হাঁটতে পুকুরে পড়ে যায়। ‎পরে শিশুটির মা সহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে পুকুরের পানিতে আরহামের মরদেহ ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসক শিশু আরহামকে মৃত ঘোষণা করেন।

‎‎পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন জানান, ‘শিশুটি খেলার চলে হাঁটতে গিয়ে পুকুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শিশুটি মারা যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফারুক

×