ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রকাশিত: ২০:২৮, ১৮ জুলাই ২০২৫

কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি ও তাদের এক সন্তানসহ সিএনজি আরোহী ৫জন নিহত হয়েছেন। শুক্রবার মাওনা-কালিয়াকৈর সড়কে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট গ্রামের ছাবেদ আলী প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরিন আক্তার (৩০) ও ছেলে মো. হুরাইরা (১২), গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৫৫) এবং সিএনজি চালক মোক্তার হোসেন (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা কালিয়াকৈর যাচ্ছিল। পথে মাওনা-কালিয়াকৈর সড়কের কালিয়াকৈর উপজেলার বড়চালা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়াগতিতে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুছড়ে গিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় বাবা জাহিদ ও তার ছেলে হুরাইরা ঘটনাস্থলেই নিহত হয় এবং জাহিদের স্ত্রী ও সিএনজি চালকসহ অপর এক যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। সেখানে জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সিএনজি চালক মোক্তার হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।  

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত ৫জনের মধ্যে তিনজন একই পরিবারের। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করলেও কাভার্ডভ্যানের চালক ও হেলপার পলাতক রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Jahan

×