ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দ্বিতীয় ম্যাচেও জয়ের আশায় যুবারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২১, ১৮ জুলাই ২০২৫

দ্বিতীয় ম্যাচেও জয়ের আশায় যুবারা

.

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জাওয়াদ আবরার ঝড়ো ব্যাটিংয়ের পর রিজান হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহর ফিফটিতে ৬ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৫৫ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। বৃহস্পতিবার বেনোনির উইলোমুর পার্কে যুব ওয়ানডে সিরিজে স্বাগতিকদের ১৩০ রানে হারিয়ে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন জাওয়াদ। রিজান ও আব্দুল্লাহর ব্যাট থেকে আসে সমান ৬৩ রান করে।  আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ৪২ বলেই ফিফটির দেখা পান জাওয়াদ। পরে বড় শট খেলতে গিয়েই ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন তরুণ ওপেনার। ৬১ বলের ইনিংসে ৯ চারের সঙ্গে ২ ছক্কা মারেন তিনি। মিডল-অর্ডারে দলের হাল ধরেন রিজান ও আব্দুল্লাহ।

ইতিবাচক ব্যাটিংয়ে মাত্র ৯৪ বলে ৯৯ রানের জুটি গড়েন দুজন। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে কট বিহাইন্ড হন ৫৫ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মারা রিজান। ইনিংসের শেষ দিকে এলবিডবিøউ হয়ে ফেরেন আব্দুল্লাহ। তার ৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান তুলতে পারে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ উইকেট নেন বাঁহাতি পেসার জেজে বাসন।
রান তাড়ায় শুরু থেকে একবারও তেমন সম্ভাবনা জাগাতে পারেনি স্বাগতিকরা। মাত্র ৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন জেমস। এছাড়া প্রিটোরিয়াস ৬, বোসমান ১৭, ফিরি ৮, এমবাঠা ৯, বোথা ৮, বাসন ও মাজোলার ১ রানের ইনিংসে ৩২.১ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে চমৎকার ফাস্ট বোলিংয়ে ৩ উইকেট নেন ইকবাল। লেগ স্পিনার স্বাধীনের শিকারও ৩টি। এছাড়া আজিজুল, রিজান ও দেবাশিষ একটি করে উইকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন জাওয়াদ আবরার।

প্যানেল মজি

×