
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে বসবাস করা এক অসহায় নারী নুরী বেগম। যার জীবন কাহিনি শুনলে চোখে পানি আসে। পরিবার-পরিজনহীন এই নারীর নেই কোনো সহায়সম্বল, নেই সরকারি সহায়তা কিংবা নির্ভরযোগ্য আশ্রয়স্থল।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই নারী ভাঙা একটি ঘরে একা বসবাস করছেন। প্রতিদিনের খাবার জোটে না, কখনো কারো দেয়া ভাত, কখনো ফেলে দেয়া শুকনো রুটিই তার একমাত্র আশ্রয়। জীবনযুদ্ধে ক্লান্ত এই নারী শুধু বলেন, আমার আল্লাহ ছাড়া কেউ নাই! আল্লাহ যা দেন, তাই খাই।
৮০ বছরের বৃদ্ধা নুরী বেগমের সাথে জনকণ্ঠ সংবাদমাধ্যমের সাথে দেখা হয় ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আঠারোগাছিয়া সড়কে। বয়সের ভারে নুয়ে পড়েছে দেহ। গরুর দড়ি হাতে গরু চরাচ্ছেন সড়কের পাশে। কথা বলতে গিয়ে বারবার মুখ আটকে যায়। তার কাছে জানতে চাওয়া হয় পরিবারে কে কে আছে। তিনি বলেন, "আমার দুনিয়ায় কেউ নাই আল্লাহ ছাড়া।"
কেউ নাই কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার স্বামীর বাড়ি রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে। স্বামী ইসমাই খান ৩০ বছর আগে দ্বিতীয় বিবাহ করলে তার উপর অত্যাচার চালায় এরপরে তিনি ভরপাশা তার বাবার বাড়িতে আশ্রয় নেয়। একটা মেয়ে ছিল তাকে অন্যত্র বিয়ে দেওয়ার পরে মায়ের আর খবর রাখে না। এরপর থেকেই ভাঙাচোরা একটি ঘরে তিনি বসবাস করে আসছেন একা। মাঝেমধ্যে অনাহারেও তার দিন কাটে।
তার এমন করুণ অবস্থা দেখেও প্রশাসন কিংবা কোনো সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে আজও কোনো স্থায়ী সহায়তা পৌঁছেনি। মানবিক সহানুভূতি ও রাষ্ট্রীয় সহযোগিতা পেলে হয়তো তার জীবনের অন্ধকার কিছুটা হলেও দূর হতে পারে।
স্থানীয়রা তার জন্য সরকার ও সমাজের সহানুভূতিশীল ব্যক্তিদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
Mily