ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জে কারফিউ’র সময়সীমা শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ

প্রকাশিত: ২০:৩৯, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২০:৪৪, ১৮ জুলাই ২০২৫

গোপালগঞ্জে কারফিউ’র সময়সীমা শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে

গোপালগঞ্জে জনশৃঙ্খলা, শান্তি—শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ’র সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান এ আদেশ জারি করেছেন।

এর আগে গত বুধবার গোপালগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রাকে কেন্দ্র কেন্দ্র সহিংসতার পর প্রথমে ওইদিন রাত ৮টা থেকে বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলায় কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সময়সীমা বৃদ্ধি করে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এবং তিনঘন্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। 
তবে, কারফিউ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারফিউ চলাকালীন সকল দোকানপাঠ, ব্যবসা—প্রতিষ্ঠান বন্ধ ছিল। জরুরী প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের হয়নি। গোপালগঞ্জে নদীপথে কোস্টগার্ড ও নৌবাহিনীর বিশেষ অভিযান
এদিকে, শুক্রবার সকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুণ—অর—রশীদ এক প্রেস—বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর সংঘটিত হামলার প্রেক্ষিতে আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবহিকতায় অভিযানের অংশ হিসেবে দুষ্কৃতিকারীরা নদীপথ ব্যবহার করে যেন পালিয়ে যেতে না পারে, সেজন্য গোপালগঞ্জ জেলার নদীপথে বিশেষ টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ—বাহিনীর সদস্যরা দিনরাত টহল চালিয়ে যাচ্ছে। সন্দেহভাজন নৌযানসমূহে তল্লাশি, যাত্রী পরিচয় যাচাই ও সন্দেহভাজন গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার। 

গোপালগঞ্জের সহিংসতায় আরও একজনের মৃত্যু, বেড়ে দাড়াল ৫
এদিকে, বুধবার এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সহিংসতায় আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুলিবিদ্ধ রিক্সাচালক রমজান মুন্সী (২৮) গত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তিনি শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা। এ নিয়ে গোপালগঞ্জে নিহতের সংখ্যা ৫ এ দাড়িয়েছে। 

রমজানের পারিবারিক সূত্রে জানা গেছে, ওইদিন কোর্ট এলাকা দিয়ে ফেরার পথে অজ্ঞাত গুলিতে তার ভাই গুরুতর আহত হন। প্রথমে তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যালে নেয়া হয়।আগে যে চারজন মারা গিয়েছেন, তারা হলেন সোহেল মোল্লা (৩৫), দীপ্ত সাহা (২৫), ইমন তালুকদার (১৭) ও রমজান কাজী (১৮)।
এদিকে, গোপালগঞ্জের এনসিপি’র পদযাত্রা ও সমাবেশ কেন্দ্রিক সহিংসতায় ৭৬ জন নামীয় এবং অজ্ঞাতনামা সাড়ে ৪ শ’ থেকে ৫ শ’ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশের একটি গোপন সূত্রে জানা গেছে। 

রাজু

×