ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

হাজারো পশু বন থেকে পালিয়ে যাচ্ছে — প্রকৃতি কি আমাদের সতর্ক করছে?

প্রকাশিত: ২০:২৭, ১৮ জুলাই ২০২৫

হাজারো পশু বন থেকে পালিয়ে যাচ্ছে — প্রকৃতি কি আমাদের সতর্ক করছে?

সংগৃহীত

হঠাৎ করেই হাজার হাজার বন্যপ্রাণী ইয়েলোস্টোন পার্ক ছেড়ে পালিয়ে যাচ্ছে, এবং এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও উদ্বেগ। বিশাল ঝাঁকে বাইসন দৌড়াচ্ছে, ভাল্লুক হাইওয়ে পার হচ্ছে, এমনকি হরিণ ও এল্কের দল একসঙ্গে পার্ক ছেড়ে যাচ্ছে—প্রকৃতি যেন কোন গোপন সংকেত দিচ্ছে আমাদের!

বিশেষজ্ঞরা বলছেন, এই অস্বাভাবিক আচরণ নিছক কাকতালীয় নয়। কারণ ইয়েলোস্টোন বিশ্বের অন্যতম বিপজ্জনক সুপার ভলক্যানোর উপর অবস্থিত। অনেকেই আশঙ্কা করছেন, এটা হয়ত কোনও বড় ভূমিকম্প, ভূগর্ভস্থ অস্থিরতা, অথবা জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশগত পরিবর্তনের আগাম বার্তা।

“প্রাণীরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ বা পরিবেশগত পরিবর্তনের আগে কিছু অনুভব করতে পারে — এটি গ্যাস নির্গমন, কম্পন বা তাপমাত্রা পরিবর্তন হোক,” বলেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. লিন্ডা রিভ।

অনেক জরুরি পরিস্থিতি বিশেষজ্ঞ এবং জীববিজ্ঞানীরা মনে করছেন, এটি হতে পারে একটি প্রাকৃতিক সতর্কবার্তা, যেটা ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পূর্বাভাস দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য ও বাসস্থানের খোঁজে স্থানান্তরও হতে পারে।

ইয়েলো-স্টোনের সুপার ভলকানো শেষবার বিস্ফোরিত হয়েছিল প্রায় ৬৪০,০০০ বছর আগে। ভবিষ্যতে এর পুনরুৎপাত বিশ্বব্যাপী বিপর্যয় ডেকে আনতে পারে। প্রাণীর এই আচরণ ভূগর্ভস্থ অস্থিরতা, চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন বা আবহাওয়ার চরমতা বোঝাতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, এখনই সময় ভূমিকম্প পর্যবেক্ষণ ও বন্যপ্রাণীর গতিপথ মনিটরিং বাড়ানোর।

করণীয়:

  • সরকারিভাবে ইউএসজিএস (USGS) বা বিশ্বস্ত বৈজ্ঞানিক সংস্থার তথ্য অনুসরণ করুন।
  • আতঙ্ক ছড়াবেন না; যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় কিছু শেয়ার করবেন না।
  • মনে রাখুন, প্রকৃতির আচরণ অনেক সময় আমাদের চেয়ে আগেই পরিবর্তন আঁচ করতে পারে।

বিশ্বজুড়ে যখন প্রাকৃতিক ভারসাম্য দিনকে দিন পরিবর্তিত হচ্ছে, তখন ইয়েলো-স্টোনের প্রাণীরা হয়ত আমাদের সতর্ক করছে— এমন একটি বার্তা, যেটা অগ্রাহ্য করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।

হ্যাপী

×