
ছবিঃ সংগৃহীত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দ।
কর্মসূচি উপলক্ষে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ শেষে শহরের জেলা পরিষদ থেকে একটি মৌন মিছিল বের করে। মিছিলটি পাওয়ার হাউজ রোড, কান্দিপাড়া মোড়, টি.এ. রোড, মুক্তমঞ্চ সড়ক, পুরাতন কাচারি মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোঁন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহসভাপতি মমিনুল হক মমিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এই দেশের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। গণঅভ্যুত্থানে বিএনপির ৪ শতাধিক সদস্য শহীদ হয়েছেন। তাই জুলাই-আগস্টের চেতনা বিঘ্নিত হলে শহীদদের আত্মার অবমূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, অনেক দল বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। দুই-তিনটি দল, যারা '৭১-এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আবারও এ দেশে ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে। মূলত যেসব দলের পেছনে কোনো জনগণ নেই, নির্বাচনে গেলে জামানত বাজেয়াপ্ত হবে, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে। এ অবস্থায় নির্বাচন নিয়ে টালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ইমরান