ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২১:৩৮, ১৮ জুলাই ২০২৫

রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর, জিয়া স্মৃতি পাঠাগার লণ্ডভণ্ড ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির উদ্যোগে গোয়ালন্দ মোড়ে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি গোয়ালন্দ মোড় সংলগ্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়ার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

বক্তব্যে মোঃ আসলাম মিয়া বলেন, ‘১৮ জুলাই, ২০২৩ সালে বিএনপির রাজবাড়ী কার্যালয়ে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করে। হামলায় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজীসহ ১৭ নেতাকর্মী আহত হন। এই হামলার পেছনে ছিল দলেরই ১/১১-এর সময়ের সংস্কারপন্থী কিছু নেতা, যারা গোপনে ষড়যন্ত্রে লিপ্ত।’

ছবি: বক্তব্য দিচ্ছেন রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া

তিনি আরও বলেন, ‘দলের ভিতরে থাকা এই সুবিধাবাদী ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীকে আর রাজবাড়ীর মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। ত্যাগী নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’

সভা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম গণি, আহসান হাবিব শাহিন, কেএম তরিকুল ইসলাম তরু, মোঃ আনোয়ার হোসেন সরদার ও মোঃ ফজলুল হক মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক খান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সদস্য সচিব মোশাররফ আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শহিদুল ইসলাম/রাকিব

×