ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা, সন্দেহের তীর চীনের দিকে

প্রকাশিত: ০০:২৩, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ০০:২৪, ১৯ জুলাই ২০২৫

সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা, সন্দেহের তীর চীনের দিকে

সিঙ্গাপুরের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে একটি সাইবার গুপ্তচরচক্রের হামলায়। দেশটির সরকার জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত এই সাইবার আক্রমণের পেছনে রয়েছে UNC3886 নামের একটি সাইবার গুপ্তচর গ্রুপ, যাদের সঙ্গে চীনের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সমন্বয়মন্ত্রী কে. শানমুগম শুক্রবার এক ভাষণে বলেন, “UNC3886 আমাদের জন্য একটি গুরুতর হুমকি। এটি আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে দিতে পারে। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, সেই সব খাতকে টার্গেট করছে যেগুলো রাষ্ট্রীয় পরিসেবার জন্য অপরিহার্য।”

তবে নিরাপত্তাজনিত কারণে এই হামলা সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য বা পরিণতির বিস্তারিত জানাননি তিনি।

গুগলের মালিকানাধীন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যান্ডিয়্যান্ট এই UNC3886 গোষ্ঠীকে ‘চীন-সম্পৃক্ত গুপ্তচর চক্র’ হিসেবে চিহ্নিত করেছে, যারা যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশের প্রতিরক্ষা, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে চীন বরাবরের মতোই সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে। বেইজিং দাবি করে, তারা যেকোনো ধরনের সাইবার হামলার বিরোধী এবং নিজেরাও এ ধরনের হুমকির শিকার। চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সিঙ্গাপুরের সাইবার নিরাপত্তা সংস্থার তথ্যমতে, দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, ব্যাংকিং, আর্থিক খাত, স্বাস্থ্যসেবা, পরিবহন, সরকার, যোগাযোগ, গণমাধ্যম এবং নিরাপত্তা ও জরুরি সেবা।

এর আগে এই সপ্তাহেই বার্তা সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে জানানো হয়, চীনের সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা তাইওয়ানের সেমিকন্ডাক্টর খাত এবং বিনিয়োগ বিশ্লেষকদের লক্ষ্য করে একাধিক সাইবার গুপ্তচর অভিযানে জড়িত।

বিশ্বব্যাপী যখন সাইবার নিরাপত্তার প্রতি উদ্বেগ বাড়ছে, তখন সিঙ্গাপুরের এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। প্রযুক্তিনির্ভর অবকাঠামো নিরাপদ রাখতে অনেক দেশকেই নতুন করে ভাবতে হচ্ছে তাদের সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে।

 

 

সূত্র:https://tinyurl.com/ye7sscd9

আফরোজা

×