
ছবি: সংগৃহীত
জার্মানিতে জন্মহার আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে। ২০২৪ সালে দেশটির নারীদের গড় প্রজনন হার দাঁড়িয়েছে মাত্র ১.৩৫, যা গত প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন, এই হার জনসংখ্যা ধরে রাখার জন্য প্রয়োজনীয় ২.১-এর অনেক নিচে এবং এটি দেশের ভবিষ্যৎ অর্থনীতি, পেনশন ব্যবস্থা ও কর্মসংস্থানের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
জার্মান নারীদের মধ্যে জন্মহার আরও কম
জার্মান নাগরিক নারীদের গড় জন্মহার ২০২৪ সালে নেমে এসেছে ১.২৩-এ, যা ১৯৯৬ সালের পর সবচেয়ে কম।
অন্যদিকে, জার্মানিতে বসবাসরত অভিবাসী নারীদের গড় জন্মহার ছিল ১.৮৪, তবে তারাও একটি নিম্নমুখী ধারা বজায় রেখেছে — আগের বছরের তুলনায় এটি ২% কম।
সব মিলিয়ে কত শিশু জন্ম নিয়েছে?
২০২৪ সালে জার্মানিতে মোট ৬,৭৭,১১৭টি শিশু জন্মগ্রহণ করেছে, যা ২০২৩ সালের তুলনায় ১৫,৮৭২টি কম।
অর্থাৎ, আগের বছরের তুলনায় ২% কম শিশু জন্ম নিয়েছে।
কোন রাজ্যে কেমন জন্মহার?
-
লোয়ার স্যাক্সনি রাজ্যে জন্মহার সবচেয়ে বেশি, ১.৪২।
-
বার্লিনে সবচেয়ে কম, মাত্র ১.২১।
-
পশ্চিম জার্মানির গড় ছিল ১.৩৮, আর পূর্বে ১.২৭।
-
থুরিনজিয়া রাজ্যে জন্মহার ৭% কমে ১.২৪ হয়েছে, যা সবচেয়ে বড় পতন।
-
বাডেন-ভ্যুর্টেমবার্গ-এ সবচেয়ে কম পতন, মাত্র ১%, হার ১.৩৯।
গড় কত বছর বয়সে সন্তান নিচ্ছেন বাবা-মা?
-
২০২৪ সালে মায়ের গড় বয়স ছিল ৩১.৮ বছর,
-
আর বাবার গড় বয়স ছিল ৩৪.৭ বছর।
-
প্রথম সন্তানের ক্ষেত্রে মায়েদের গড় বয়স ৩০.৪ বছর, বাবাদের ৩৩.৩ বছর।
১৯৯১ সালের তুলনায় বর্তমানে বাবা-মায়ের গড় বয়স প্রায় ৪ বছর বেড়েছে।
ইউরোপে অবস্থান কেমন?
২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নে গড় জন্মহার ছিল ১.৩৮।
-
বুলগেরিয়াতে সর্বোচ্চ ১.৮১,
-
আর মাল্টা (১.০৬) ও স্পেন (১.১২)-এ সর্বনিম্ন।
২০২৪ সালের জন্য পুরো ইউরোপের ডেটা এখনো প্রকাশ হয়নি।
জার্মানিতে এই নিম্নমুখী জন্মহার ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে পেনশন ব্যবস্থা, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে এটি একটি বড় ধাক্কা। জনসংখ্যা বৃদ্ধির বিকল্প না থাকলে আগামী দিনে কর্মক্ষম জনশক্তির ঘাটতি এবং বয়স্ক নাগরিকদের ওপর চাপ আরও বাড়তে পারে।
সূত্র: DW
আঁখি