ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

আপনার Amazon Prime অ্যাকাউন্ট কি সুরক্ষিত? ২২ কোটি গ্রাহককে একযোগে সতর্ক করলো কোম্পানি

প্রকাশিত: ২০:২২, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৩, ১৮ জুলাই ২০২৫

আপনার Amazon Prime অ্যাকাউন্ট কি সুরক্ষিত? ২২ কোটি গ্রাহককে একযোগে সতর্ক করলো কোম্পানি

বিশ্বজুড়ে ২২ কোটি অ্যামাজন প্রাইম গ্রাহকের কাছে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে অ্যামাজন। কোম্পানিটি জানিয়েছে, এক নতুন ধরনের সাইবার প্রতারণা প্রচারণার মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টে ঢুকে পড়ার চেষ্টা করছে হ্যাকাররা।

ফোন, ইমেইল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারণা

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, জালিয়াতরা অ্যামাজনের নাম ব্যবহার করে ফোন, ইমেইল, এমনকি সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের প্রলুব্ধ করছে। কখনো বলা হচ্ছে, গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একটি দামি আইফোন ১৩ অর্ডার হয়েছে। কখনো আবার সাবস্ক্রিপশন বাতিলের অজুহাতে দেওয়া হচ্ছে ভুয়া “ক্যানসেল বাটন”—যেটি ক্লিক করলেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকের হাতে।

সতর্কবার্তায় অ্যামাজনের বার্তা

অ্যামাজনের পাঠানো সতর্ক ইমেইলগুলোতে বলা হয়েছে, ‘‘আমরা লক্ষ্য করেছি প্রাইম সদস্যদের কাছে ভুয়া ইমেইল পাঠানো হচ্ছে যেখানে ব্যক্তিগত তথ্যও ব্যবহার করা হচ্ছে, যা অন্য উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। এতে ইমেইলগুলো আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে।’’

আক্রমণকারী কীভাবে কাজ করছে?

  • হঠাৎ ভয় দেখিয়ে জরুরি পদক্ষেপ নিতে প্ররোচিত করা হয়

  • ব্যাঙ্ক বা পেমেন্টের তথ্য চাওয়া হয়—যা অ্যামাজনের প্রকৃত কর্মীরা কখনও চাইবে না

  • দামি পণ্যের ভুয়া অর্ডার দেখিয়ে বাতিল করার লিংকে ক্লিক করানো হয়

  • গিফট কার্ড বা ওয়্যার ট্রান্সফার মারফত পেমেন্ট নিতে চায়

প্রতিরোধের জন্য অ্যামাজনের পরামর্শ

  • শুধুমাত্র অ্যামাজনের অফিসিয়াল অ্যাপ বা ব্রাউজারে টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করুন

  • মেসেজ আসলে “Your Account”-এর “Message Center”-এ যাচাই করুন

  • অ্যাকাউন্টে ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ চালু করুন

  • সন্দেহজনক কিছু দেখলে Better Business Bureau Scam Tracker ব্যবহার করে রিপোর্ট করুন

বিশেষজ্ঞের মতামত

ম্যালওয়্যারবাইটস-এর গবেষক পিয়েতার আরন্টজ জানান, এই হামলার সময়টা অত্যন্ত কৌশলে নির্ধারণ করা হয়েছে—“প্রাইম ডে”-র আগে-পরে যখন গ্রাহকদের কেনাকাটার প্রবণতা বেশি থাকে। ইতিমধ্যেই ১ লাখ ২০ হাজারেরও বেশি ভুয়া অ্যামাজন ডোমেইন শনাক্ত করা হয়েছে যেগুলো ব্যবহার করা হচ্ছে ফিশিং অ্যাটাকে।

নিরাপদ থাকার উপায় হলো সচেতন থাকা—এটি এখন শুধু প্রযুক্তিগত নয়, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়। আপনার অ্যামাজন অ্যাকাউন্ট, পেমেন্ট তথ্য এবং ব্যক্তিগত পরিচয় রক্ষার জন্য উপরের নির্দেশনাগুলো অবশ্যই অনুসরণ করুন।প্রতারণামূলক আচরণে কেউ ক্ষতিগ্রস্ত হলে, সরাসরি Amazon Help Center এবং স্থানীয় সাইবার অপরাধ বিভাগে যোগাযোগ করুন।

Jahan

×