ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

সিরিয়ার সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা রক্ষার ওপর জোর জাতিসংঘ মহাসচিবের

প্রকাশিত: ১৯:২৩, ১৮ জুলাই ২০২৫; আপডেট: ১৯:২৪, ১৮ জুলাই ২০২৫

সিরিয়ার সার্বভৌমত্ব, একতা ও অখণ্ডতা রক্ষার ওপর জোর জাতিসংঘ মহাসচিবের

সিরিয়ার একতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বক্তব্য দেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, সিরিয়ার সমস্যার সমাধানে ফেডারেল পদ্ধতি গ্রহণ করা কি সঠিক হবে, নাকি সেটি দেশটির অখণ্ডতার পরিপন্থী এমন প্রশ্নে দুইটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “প্রথমত, সিরিয়ার রাষ্ট্রীয় একতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা অপরিহার্য। একইসঙ্গে রাষ্ট্রের ভেতরে বসবাসকারী সব সম্প্রদায়কে পূর্ণ মর্যাদা এবং অধিকারসহ সংহত করতে হবে। প্রতিটি জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে, যাতে কেউই বিচ্ছিন্ন বা উপেক্ষিত না হয়।”

দ্বিতীয়ত, গুতেরেস জোর দিয়ে বলেন, “সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই রক্ষা করতে হবে। দেশের সীমানা ও ভূখণ্ডের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত।”

তিনি আরও বলেন, “সিরিয়ার সমস্যা সমাধানের দায়িত্ব সিরিয়ার জনগণেরই। বাইরে থেকে কোনো চাপিয়ে দেওয়া সমাধান নয়, বরং অভ্যন্তরীণ ঐকমত্যের মাধ্যমেই টেকসই শান্তি নিশ্চিত হতে পারে।”

জাতিসংঘ মহাসচিবের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। দেশটির বিভিন্ন গোষ্ঠী ও অঞ্চলের মধ্যে ভারসাম্য রক্ষা এবং জাতীয় ঐক্য পুনর্গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত সমাধানের অপেক্ষায়।

আফরোজা

×