ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কোন কঠিন রোগে ভুগছেন ট্রাম্প জানাল হোয়াইট হাউজ

প্রকাশিত: ২০:৪৮, ১৮ জুলাই ২০২৫

কোন কঠিন রোগে ভুগছেন ট্রাম্প জানাল হোয়াইট হাউজ

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিরাজনিত শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার পর এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, ট্রাম্পের রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ ধরনের সমস্যা সাধারণ। তবে হোয়াইট হাউস আশ্বস্ত করে জানিয়েছে, প্রেসিডেন্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন এবং তার ফিটনেস ধরে রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ট্রাম্পের হাতের রক্তজমাটের চিহ্ন এবং পায়ে ফোলাভাব নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে তার ফোলা পা ক্যামেরাবন্দি হন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি, হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের সময় তার হাতে রক্তজমাটের মতো দাগ দেখা যায়।

এই ঘটনাগুলোর প্রেক্ষিতে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকেরা জানান, তার শিরায় রক্ত সঞ্চালনে সমস্যা রয়েছে, তবে তা এখনো নিয়ন্ত্রণে রয়েছে।
 

 

মারিয়া

×